প্রকাশিত: Thu, Jan 26, 2023 2:38 PM আপডেট: Sun, Jan 25, 2026 10:29 PM
বিদ্যা ও জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর চরণে পুষ্পার্ঘ্য ভক্তদের
অনিক কর্মকার: সনাতন ধর্মাবলম্বীদের মতে, এই দিনে দেবী সরস্বতী জন্মগ্রহণ করেছিলেন। দিনটিকে বলা হয় ‘বসন্ত পঞ্চমী’। পঞ্চমী তিথিতে বিদ্যা ও জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করেছেন ভক্তরা। অজ্ঞতার অন্ধকার দূর করতে দেবীর পাদপদ্মে প্রণতি জানিয়েছেন তারা। হিন্দু সম্প্রদায়, বিশেষ করে শিক্ষার্থীরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও মন্দিরগুলোতে এ পূজার আয়োজন করে থাকে। সরস্বতী বৈদিক দেবী হলেও সরস্বতী পূজার বর্তমান রূপটি আধুনিককালে প্রচলিত হয়েছে। তবে প্রাচীনকালে তান্ত্রিক সাধকেরা সরস্বতী-সদৃশ দেবী বাগেশ্বরীর পূজা করতেন বলে জানা যায়। রাজধানী ঢাকাসহ সারাদেশের মন্দির ও গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পূজা ছাড়াও অন্য অনুষ্ঠানমালায় ছিলো পুষ্পাঞ্জলি প্রদান, প্রসাদ বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, ধর্মীয় আলোচনা সভা, , সন্ধ্যা আরতি ও আলোকসজ্জা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল, বেগম রোকেয়া হল, কুয়েত মৈত্রী হল, শামসুন্নাহার হল, ফজিলাতুন্নেছা মুজিব হলসহ বিভিন্ন হলে সরস্বতী পূজার আয়োজন করা হয়েছিল। জগন্নাথ হলের কেন্দ্রীয় পূজামণ্ডপ ছাড়াও ৬২টি বিভাগ মিলিয়ে স্থাপন করা হয়েছে ৭০টি পূজামণ্ডপ। বরাবরের মতো এবারো জগন্নাথ হল পুকুরে দৃষ্টিনন্দন পূজামণ্ডপ ও প্রতিমা স্থাপন করে চারুকলা বিভাগের শিক্ষার্থীরা।
এছাড়াও রমনা কালী মন্দিরসহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সরস্বতী পূজা উদযাপিত হয়েছে। সম্পাদনা: সালেহ্ বিপ্লব