প্রকাশিত: Wed, Jun 14, 2023 9:05 PM
আপডেট: Sat, Dec 6, 2025 2:08 PM

বরিশালে হাতপাখার প্রার্থীর উপর হামলার প্রতিবাদে কুয়াকাটায় আওয়ামী লীগ নেতার পদত্যাগ

উত্তম কুমার হাওলাদার, কলাপাড়া (পটুয়াখালী): কুয়াকাটা পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাহআলম হাওলাদার দল থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন । বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে কুয়াকাটা প্রেসক্লাবে সংবাদ সন্মেলন করে আনুষ্ঠানিক ভাবে তিনি এ পদত্যাগের ঘোষণা দেয়। বিষয়টি এলাকায় টক অব দ্যা টাউনে পরিণত হয়েছে। তবে দলের কাছে তিনি কোন পদত্যাগপত্র জমা দেননি বলে জানা গেছে। 

তিনি লিখিত বক্তব্যে উল্লেখ করেন, সম্প্রতি বরিশালে অনুষ্ঠিত সিটি কর্পোরেশন নির্বাচনে হাত পাখা প্রতিকের মেয়র প্রার্থী, ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির শায়েখে চরমোনাই মুফতি সৈয়দ মুহা.ফয়জুল করিম সাহেবের উপর হামলায় রক্তাক্ত হয়েছে তিনি।  এটা খুবই দু:খ জনক। আমি একজন মুসলিম পরিবারের লোক হয়ে বিষয়টি আমাকে আঘাত ও ব্যথিত করেছে। এছাড়া কুয়াকাটা পৌর আওয়ামিলীগের সভাপতি ও সাবেক কুয়াকাটা পৌর মেয়র আ:বারেক মোল্লার সেচ্ছাচারিতার কারণে আনুষ্ঠানিক ভাবে সংবাদ সম্মেলন করে বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক পদ সহ সকল প্রকার কার্যক্রম থেকে অব্যাহতি নিয়েছেন এমনটাই তিনি সংবাদ সন্মেলনে লিখিত বক্তব্যে বলেন।

উল্লেখ্য শাহ আলম হাওলাদার কুয়াকাটা পৌর সভার ৩নং ওয়ার্ডের বাসিন্দা এবং সাবেক কাউন্সিলর। তিনি ১৯৯৭ সালে লাতাচাপলী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পালন করেছেন। ২০১০ সালে নবগঠিত কুয়াকাটা পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি, ২০১৬ সালে পৌর যুবলীগের আহবায়ক এবং সর্বশেষ ২০২০ সাল থেকে পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পালন করে আসছিলেন।

এ ব্যাপারে কলাপাড়া উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মো.ইউসুফ আলী জানান, এখনো পর্যন্ত দলের কাছে তিনি লিখিত কোন পদত্যাগ পত্র জমা দেননি। তবে বিষয়টি শুনেছেন বলে তিনি জানান। সম্পাদনা: শামসুল হক বসুনিয়া