প্রকাশিত: Fri, Jun 16, 2023 8:50 PM
আপডেট: Sun, Jan 25, 2026 10:27 PM

সিলেটে নদ-নদীর পানি বাড়ছে, বন্যার আশঙ্কা

সুবর্ণা হামিদ: সিলেটে কয়েক দিনের বৃষ্টিতে নদ-নদীর পানি বাড়ছে। যদিও কোনো নদ-নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেনি। তবে বিপৎসীমার কাছাকাছি অবস্থান করছে বলে জানা গেছে। 

শুক্রবার সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মোহাম্মদ সজিব হোসেন জানান, বৃহস্পতিবার সিলেটে ২২১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আরও কয়েক দিন বৃষ্টি হওয়া সম্ভাবনা রয়েছে। 

সিলেট পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, সুরমা নদীর কানাইঘাট পয়েন্টে বিপৎসীমা ১২ দশমিক ৭৫ সেন্টিমিটার। শুক্রবার সকাল ৯টায় সেখানে পানি বিপৎসীমার দশমিক ৫৫ সেন্টিমিটার নিচে ১২ দশমিক ২০ সেন্টিমিটারে প্রবাহিত হচ্ছিল। ওই পয়েন্টে বৃহস্পতিবার সকালে ১০ দশমিক ৬১ সেন্টিমিটার দিয়ে পানি প্রবাহিত হচ্ছিল। নদীর সিলেট পয়েন্টে গতকাল ৮ দশমিক ৫৮ সেন্টিমিটার দিয়ে পানি প্রবাহিত শুক্রবার আজ সকালে ৯ দশমিক ৩৮ সেন্টিমিটার দিয়ে প্রবাহিত হচ্ছিল।

সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান জানিয়েছেন, আগামী ১৫ দিন সিলেটে অতিবৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। এর ফলে দুই সপ্তাহের মধ্যে সিলেটে বন্যা হতে পারে। এ পরিস্থিতিতে নগদ টাকাসহ ত্রাণসামগ্রীর ব্যবস্থা করে রেখেছে জেলা প্রশাসন। প্রস্তুত করা হচ্ছে আশ্রয়কেন্দ্র। সম্পাদনা: মুরাদ হাসান, সালেহ্ বিপ্লব