প্রকাশিত: Mon, Jun 19, 2023 9:42 PM আপডেট: Sat, Dec 6, 2025 4:14 PM
ভারী বৃষ্টি আর উজানের ঢলে ক্রমেই পানিবন্দি হচ্ছে সিলেট ও রংপুরের বিভিন্ন অঞ্চল
মুরাদ হাসান: উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তিস্তার পানি বেড়েছে। নীলফামারী প্রতিনিধি স্বপ্না আক্তার জানান, ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের পরিমাপক নূরুল ইসলাম বলেছেন, পানি বিপৎসীমার ৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নদীর তীরবর্তী নিম্নাঞ্চল ও চরের বসতবাড়িতে পানি উঠেছে। ডুবে যেতে শুরু করেছে ফসলের ক্ষেত।
ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আসফাউদ্দৌলা জাননা, ৪৪টি গেট খুলে পানি নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে। বন্যা মোকাবিলায় পানি উন্নয়ন বোর্ড প্রস্তুত। লালমনিরহাট প্রতিনিধি রিয়াজুল ইসলাম জানান, তিস্তা ও ধরলার পানি বাড়ায় প্রায় পাঁচ হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ বলেন, কিছুটা পানি বৃদ্ধি পেয়েছে, তা আবারও কমে গেছে।
কুড়িগ্রাম প্রতিনিধি শাহনাজ পারভীন জানান, জেলার ১৬ নদ-নদীর পানি বৃদ্ধি পওয়ায় যে কোন সময় বন্যা হওয়ায় আশংকা রয়েছে। এ কথা জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের নিবাহী প্রকৌশলী আবদুল্লাহ আল মামুন।
সুনামগঞ্জ প্রতিনিধি শাহাবুদ্দিন আহমেদ জানান, ভারী বর্ষণ ও সীমান্ত নদী দিয়ে পাহাড়ি ঢল নামায় সবকয়টি নদ নদীর পানি বাড়ছে। এই পানি জেলার ছোট বড় মিলিয়ে ৯৫টি হাওরে প্রবেশ করছে।
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মামুন হাওলাদার জানান, গতকয়েক দিন ভারি বৃষ্টিপাতে পানি বৃদ্ধি হলেও গত রোববার থেকে সোমবার পর্যন্ত সুনামগঞ্জ সুরমা নদীর পানি কমছে। ফলে বন্যার আশংকা নেই।
সিলেট প্রতিনিধি আশরাফ রাজু জানান, কয়েকদিনের ঢানা বৃষ্টিতে সিলেট নগরীতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। সড়ক উপচে পানি ঢুকে পড়েছে বাসা ও ব্যবসা প্রতিষ্ঠানে। সোমবার সরেজমিনে দেখা যায়, নগরের মদিনা মার্কেট, আখালিয়া, আখালিয়ায় নতুন বাজার, সুবিদবাজারের নুরানী, ছড়ারপাড়বেশ কিছু এলাকার জলাবদ্ধতা তৈরী হয়েছে। অনেক এলাকায় সড়কে হাঁটুপানি দেখা গেছে। সম্পাদনা: সালেহ্ বিপ্লব