প্রকাশিত: Wed, Dec 14, 2022 12:48 PM
আপডেট: Sat, Dec 6, 2025 12:48 PM

ভেজালমুক্ত খাদ্যের দাবিতে আশুলিয়ার রাস্তায় গৃহিণীরা

এম এ হালিম : সাভারের আশুলিয়ায় ভেজালমুক্ত খাদ্যের দাবি জানিয়ে সড়কে মানববন্ধন করেছেন শতাধিক নারী। এ সময় তারা ভেজালমুক্ত খাদ্যের দাবি জানিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। বুধবার সকাল সাড়ে ১০টায় নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় কারিতাস উদ্যম প্রকল্পের উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।

মানববন্ধনে বক্তারা বলেন, খাদ্য মানুষের মৌলিক অধিকার। আর এ খাদ্যের মধ্যে ভেজাল করা হচ্ছে। শিশুসহ গর্ভবতী নারীরা ভেজাল খাদ্যের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। খাবারে মেশানো ক্ষতিকর কেমিক্যাল নীরব ঘাতক হিসেবে অবস্থান করছে। তাই অবিলম্বে খাদ্যে ভেজালমুক্ত করতে প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।

ভাদাইলের বাসিন্দা গৃহিণী মরিয়ম আক্তার মুক্তা বলেন, আমাদের যে শিশুরা ও গর্ভবতী মা আছে তারা ভেজাল খাবারে ভিড়ে পুষ্টিকর খাবার পাচ্ছে না। আমরা সবাই যেন সচেতন হয়ে ভেজাল মুক্ত খাবার পরিহার করতে পারি এ লক্ষ্যেই আজকের মানববন্ধন। এ সময় কারিতাস উদ্যম প্রকল্পের গণকবাড়ি শাখার ইউনিট অফিসার দিলদার হোসেন, সুমন জন রোজারিও, অগাস্টিন মিন্টু, আইন ও মানবাধিকার কর্মী মীরজাহান খান শাহীন, ভার্কের প্রতিনিধি মানব মÐলসহ বিভিন্ন এলাকা থেকে আসা প্রায় শতাধিক নারী মানববন্ধনে অংশ নেন। সম্পাদনা: খালিদ আহমেদ