প্রকাশিত: Wed, Jul 12, 2023 5:12 PM
আপডেট: Sat, Dec 6, 2025 4:16 PM

গলাচিপা পৌরসভার নতুন অর্থবছরের বাজেট ঘোষণা

পটুয়াখালী প্রতিনিধি: সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে পৌর মেয়র আহসানুল হক তুহিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. শরীফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুহাম্মদ সাহিন শাহ, উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলাল, সহকারী কমিশনার মো. সাইফুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মেজবাহ উদ্দিন, সহকারী পুলিশ সুপার মো. মোর্শেদ তোহা, গলাচিপা থানার অফিসার ইনচার্জ শোনিত কুমার গায়েন প্রমুখ।

এ ছাড়াও উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও গলাচিপা বণিক সমিতির সভাপতি হাজী মো. শাহজাহান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আজিজুর রহমান বাবলু ভূঁইয়াসহ জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, পৌরসভার কাউন্সিলর কর্মকর্তাবৃন্দ, সুধী মন্ডলী এবং পৌর এলাকার বিভিন্ন স্তরের নাগরিকগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বাজেট অনুষ্ঠানে পৌরসভার রাজস্ব ও উন্নয়ন খাতে সর্বমোট ৭০ কোটি ৬৮ লাখ ৯৯ হাজার ৩৬৪ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে।