প্রকাশিত: Sun, Aug 6, 2023 5:17 PM আপডেট: Sat, Dec 6, 2025 4:02 PM
বর্ষায় কুয়াকাটায় পর্যটকদের সমুদ্র বিলাস
আতকিুল আলম সোহলে : স্বাভাবিক জোয়ারের চেয়ে সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধি পেয়েছে। পর্যটন কেন্দ্র কুয়াকাটার সৈকতে একের পর এক ঢেউ আছঁড়ে পড়ছে। একই সাথে আকাশের কালো মেঘ জানান দিচ্ছে বর্ষার আগমনের। এমন রুদ্র মুর্তি দেখে অনেকেই ভয়ে সমুদ্রে নামছে না। আবার কেউ ঢেউয়ের সাথে তাল মিলিয়ে সমুদ্রে গোসলসহ আনন্দ উল্লাসে মেতেছেন। এ যেন প্রকৃতি আর পর্যটকের নীরব সেতু বন্ধন।
এসব পর্যটকদের কাছে বর্ষায় সমুদ্র বিলাস আলাদা অনুভূতি। তবে এমন দৃশ্য স্বরনীয় করে রাখতে অনেকেই ফটোগ্রাফার দিয়ে ছবি তুলছেন। সৈকত ঘুরে এমন চিত্রই দেখা গেছে। তবে সৈকতে পর্যটকদের গোসল ও সাতার কাটতে মাইকিং করে সচেতন করছেন ট্যুরিষ্ট পুলিশ। কিন্ত এমন সচেনতায়ও আগত পর্যটকরা বিচলিত হচ্ছে না। তবে আগত পর্যটকরা জানান, শীতের সমুদ্র এবং বর্ষার সমুদ্রের রুপ সম্পুর্ন
ভিন্নতা রয়েছে। তাদের মতে সমুদ্রের রুপ উপভোগ করতে হলে বর্ষা মৌসুমেই এখানে আসা উচিত। স্থানীয়রা জানান, পাঁচ/সাত বছর আগে বর্ষায় কুয়াকাটা সৈকত খাঁ খাঁ করত। পর্যটকের পদচারনা ছিল না। চোখে পড়ত না জেলে ছাড়া কাউকে।
আবাসিক হোটেল ব্যবসা পর্যন্ত অনেকের বন্ধ থাকত। কিন্ত চিত্র এখন পাল্টে গেছে। আগত পর্যটকরা শুটকি পল্লী, গঙ্গামতির লেক, রাখাইন পল্লী, ঝাউ বন, লেম্বুর বন, লাল কাকড়ার চর, তিন নদীর মোহনা, কুয়াকাটার কুয়া, শ্রীমঙ্গল বৌদ্ধ বিহার, মিশ্রিপাড়ার সীমা বৌদ্ধ বিহার সহ অধিকাংশ পর্যটন স্পট এখন পর্যটকদের পদচারণায় মুখর। পদ্মা সেতু চালু হওয়ার পর থেকেই শুধু সপ্তাহিক ছুটি শুক্রবার ও শনিবার নয়, এখন অন্যান্য দিনেও দেশের বিভিন্ন প্রান্ত থেকে কুয়াকাটা পর্যটকদের আগমন বেড়ে গেছে এমটাই জানিয়েছেন পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়িরা।
কুয়াকাটা ট্যুরিষ্ট পুলিশ জোনের পরিদর্শক হাসনাই পারভেজ জানান, আগত পর্যটকদের নিরাপত্তায় সার্বক্ষনিক সতর্ক দৃষ্টি রাখা হ”েছ। উত্তাল সমুদ্রে গোসল,সাতার কাটতে গিয়ে
যেন কোন দূর্ঘটনায় না পরে সেদিকেও খেয়াল রাখছেন তারা। পাশাপাশি দূর্ঘটনা রোধে স্পীড বোট ও ওয়াটার বাইক প্র¯‘ত রাখা হয়েছে। এছাড়া মাইকিং করে বারবার সচেতন করা হচ্ছে বলে তিনি জানিয়েছেন।