প্রকাশিত: Thu, Nov 30, 2023 6:42 PM
আপডেট: Sat, Dec 6, 2025 5:57 PM

বাগেরহাটের চিতলমারীতে বাল্যবিয়ে নিরোধ কমিটির কর্মশালা অনুষ্ঠিত


মো. একরামুল হক মুন্সী, চিতলমারী (বাগেরহাট): বাগেরহাটের চিতলমারীতে অ্যাকসেলারেটিং অ্যাকশন টু এন্ড চাইল্ড ম্যারেজ শীর্ষক প্রকল্পের আওতায় উপজেলা বাল্য বিবাহ নিরোধ কমিটির বাল্য বিবাহ নিরোধ আইন ২০১৭ ও বিধি ২০১৮ সংক্রান্ত কর্মশালার আয়োজন করা হয়েছে। 

বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সভা কক্ষে মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়েছে। 

উপজেলা নির্বাহী অফিসার মো. হাসমত হোসেনের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ডা.মোহাম্মদ মুনির হোসেন, ন্যাশনাল প্রোগ্রাম অফিসার (ইউএনএফপিএ)। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, চিতলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাবেরা কামাল স্বপ্না, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মামুন হাসান, ডা. নুর ই আলম সিদ্দিকী, ফিল্ড অফিসার (ইউএনএফপিএ) বাগেরহাট। 

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান অর্চনা দেবী বড়াল ঝর্ণা,শেখ নিজামুদ্দীন, মো. মাসুদ সরদার, কাজী আবু শাহিন ও অলিউজ্জামান জুয়েল।  

উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা অফিসার মো.সোহেল পারভেজ, যুব উন্নয়ন অফিসার মো.সোহরাব হোসেন, থানার সাব ইন্সপেক্টও মো.নুরুন্নবী, নারী নেত্রী সিসেস হেলেনা পারভীন, সাবিনা বুলবুল সিমি, সাবিনা ইয়াসমিন, হিন্দু ও মুসলিম বিবাহ রেজিষ্ট্রার, প্রমুখ। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন উপজেলা মহিলা বিষয়ক অফিসার মো.হাফিজুর রহমান।