প্রকাশিত: Sat, Dec 2, 2023 2:05 PM
আপডেট: Sat, Dec 6, 2025 7:54 PM

২০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

কাওসার হামিদ ,তালতলী(বরগুনা): [২] বরগুনার তালতলীতে ২০ লিটার চোলাই মদসহ এক মাদক কারবারি ও মোটরসাইকেল চালক কে আটক করেছে পুলিশ। 

[৩] শনিবার সকাল ৭টার দিকে তালতলী থানার সামনে সড়কে চেকপোস্ট বসিয়ে তাদের আটক করা হয়। 

[৪] আটরা হলেন মাদক কারবারি মি.জয় রাখাইন ও মাদক বিক্রিতে সহযোগিতা করা  মোটরসাইকেল চালক মামুন হাওলাদার। তারা দুইজনই উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের নামিশেপাড়া গ্রামের বাসিন্দা। 

 [৫] তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলাম বলেন,মাদক কারবারী জয় রাখাইন দীর্ঘদিন ধরে মাদক বিক্রি করছিল। এমন খবর পেয়ে পুলিশ দুইজনকে মদসহ আটক করে। তাদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।