প্রকাশিত: Sat, Dec 2, 2023 2:10 PM আপডেট: Sat, Dec 6, 2025 7:56 PM
রাউজানে দুর্বৃত্তের আগুনে পুড়ল কৃষকের ধান
শাহাদাত হোসেন, রাউজান (চট্টগ্রাম): [২] কৃষক আব্দুল কাদের নিরু এক একর জমিতে থেকে পাকা আমন ধান কেটে সড়কের পাশে ধানের গাদা স্তূপ করে রেখেছিল।
[৩] শনিবার সকালে ধান মাড়াই করার জন্য গেলে কৃষক আব্দুল কাদের দেখে তাঁর এক একর জমির ধান পুড়ে ছাই হয়ে গেছে। রাতের আঁধারে দুর্বৃত্তরা ধানের গাদায় আগুন লাগিয়ে সব শেষ করে দিয়েছে। গতকাল শুক্রবার রাতে নোয়াপাড়া সড়কের বিনাজুরী ইউনিয়নের সাদিক্কার ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
[৪] ক্ষতিগ্রস্ত কৃষক আব্দুল কাদের এর বাড়ি রাউজান পৌর ৬ নং ওয়ার্ডের ছিটিয়া পাড়া গ্রামে।
[৫] স্থানীয় যুবলীগ নেতা ফোরকান উদ্দিন টিপু জানান, কৃষক আব্দুল কাদের কৃষি ব্যাংক থেকে লোন নিয়ে বিনাজুরী এলাকায় তিন একর জমিতে আমনের চাষাবাদ করেছিলো। তিন একর জমির পাকা ধানের মধ্যে এক একর জমির পাকা আমন ধান কেটে সড়কের পাশে ধানের গাদা স্তূপ করে রেখেছিলো। শুক্রবার রাতে কে বা কারা ধানের সঙ্গে এমন শত্রুতা করেছে এখনো তা জানা যায়নি।
[৬] কৃষক আব্দুল কাদের জানান, কৃষি ব্যাংক থেকে লোন নিয়ে তিন একর জমিতে আমন চাষাবাদ করেছি। এক একর জমি থেকে ধান কেটে সাদিক্কার ব্রিজের পাশে ধানের গাদা স্তূপ ছিলো। আমি সকালে এসে দেখি আমার এক একর জমির সব ধান পুড়ে ছাই হয়ে পড়ে আছে।
[৭] এ বিষয়ে রাউজানের সংসদ সদস্য এবি এম ফজলে করিম চৌধুরীকে ফোন করে জানালে ওনার নির্দেশে শনিবার এ ঘটনায় রাউজান থানায় একটি অভিযোগ দিয়েছি। তবে কে বা কারা এ ঘটনা করেছে জানিনা।