প্রকাশিত: Sun, Dec 3, 2023 2:15 PM
আপডেট: Sat, Dec 6, 2025 8:10 PM

রংপুর- ৫ আসনের আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী জাকিরের মনোনয়নপত্র স্থগিত

মোস্তাফিজার বাবলু,রংপুর: [২] রোববার সকালে রংপুর-৫ (মিঠাপুকুর) আসনে যাচাই-বাছাই শেষে স্বতন্ত্র প্রার্থী জাকির হোসেন সরকারের মনোনয়ন স্থগিত করেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মোবাশ্বের হাসান।

[৩] জানা যায়, রংপুর-৫ (মিঠাপুকুর) আসনে স্বতন্ত্র প্রার্থী জাকির হোসেন সরকার মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে মিঠাপুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রির্টানিং কর্মকতার কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন। 

[৪] জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মোবাশ্বের হাসান বলেন, জাকির হোসেন সরকার মনোনয়ন ফরমে একটি মামলার তথ্য মিসিংয়ের কারণে মনোনয়ন স্থগিত করা হয়েছে। এ বিষয়ে তদন্ত দেয়ার জন্য সহকারী রিটার্নিং কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।