প্রকাশিত: Sat, Dec 9, 2023 7:02 PM
আপডেট: Sat, Dec 6, 2025 4:03 PM

ফটিকছড়ির লেলাংয়ে আঁধারে তিন গরু চুরি, নিঃস্ব খামারি

মোস্তফা কামরুল, ফটিকছড়ি: [] চট্টগ্রামের ফটিকছড়ির লেলাং ইউনিয়নের রায়পুর গ্রামে এক হতদরিদ্র কৃষকের তিন গরু চুরির ঘটনা ঘটেছে

[] শুক্রবার দিবাগত রাত আনুমানিক তিনটার দিকে নং ওয়াড়র মোজাফফর চৌধুরী বাড়ির মোহাম্মদ আবুর ঘরে এই চুরির ঘটনা ঘটে

[] ক্ষতিগ্রস্ত আবু জানান, বসতঘরে সাথে লাগানো গোয়ালঘরপ্রতিদিনের মতো রাত দুইটার দিকে গোয়ালঘরে গরু দেখে ঘুমিয়ে যাইসকালে উঠে গোয়ালঘরে গিয়ে দেখি ৩টি গরুচুরি হয়ে গেছে যার আনুমানিক মূল্য লাখ টাকা

[] স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ ইউনুচ জানান, আবু কৃষি কাজ গরু লালন পালন করে তার জীবিকা নির্বাহ করেচুরির ঘটনায় একেবারে নিঃস্ব হয়ে গেছে এই পরিবারটিগরুগুলো উদ্ধার করে চোরদের আইনের আওতায় আনতে প্রশাসনের নিকট জোর দাবী জানাচ্ছি

 

[] ফটিকছড়ি থানার এএসআই সোলতান বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছিক্ষতিগ্রস্তদের লিখিত অভিযোগ দায়ের করতে বলেছিসে অনুযায়ী তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে