প্রকাশিত: Fri, Dec 15, 2023 6:33 PM আপডেট: Sun, Jan 25, 2026 10:27 PM
খুলনা বিএনপি কার্যালয়ের তালা খুললো দেড় মাস পর
জাফর ইকবাল অপু: [২] দীর্ঘ দেড় মাস পর খুললো খুলনা নগরীর কেডি ঘোষ রোডের বিএনপি কার্যালয়ের তালা।
[৩] বৃহস্পতিবার বেলা ১২টার দিকে কার্যালয়ের তালা খুলে বিএনপি কার্যালয়ে প্রবেশ করেন অল্প কিছু নেতাকর্মী। পরে সেখানে বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। তালা খোলার সংবাদে কার্যালয়ের চারপাশে সাদা পোশাকে আইনশৃংখলা বাহিনীর সদস্যরা নজরদারি করেন। কিন্ত কাউকে আটকের খবর পাওয়া যায়নি। অবশ্য খুলনা বিএনপির শীর্ষ নেতাদের কাউকেই সেখানে দেখা যায়নি।
[৪] নেতাকর্মীরা জানান, গত ২৭ অক্টোবর থেকে কেডি ঘোষ রোডের বিএনপি কার্যালয় তালাবদ্ধ করে ঢাকার মহাসমাবেশে যোগ দিতে যান বিএনপি নেতারা।
[৫] ২৮ অক্টোবর মহাসমাবেশকে কেন্দ্র করে ধরপাকড় শুরু হলে সবাই আত্মগোপনে চলে যান। এরপর দেড় মাস ধরে তালাবদ্ধ ছিলো দলীয় কার্যালয়। বুদ্ধিজীবী দিবস উপলক্ষে দলীয় কার্যালয়ে আলোচনা সভা থেকে কেন্দ্র থেকে কঠোর নির্দেশনা ছিলো। এ নিয়ে পুলিশের সঙ্গে দফায় দফায় যোগাযোগ করেন বিএনপি নেতারা। পরে যাদের বিরুদ্ধে এখনও নাশকতার মামলা হয়নি, তাদের কয়েকজনকে কার্যালয়ে পাঠানোর সিদ্ধান্ত হয়।
[৪] পরে তালা খুলে কার্যালয়ে প্রবেশ করেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দা রেহেনা ইসা, অ্যাডভোকেট নুরুল হাসান রুবা, এ্যাড. চৌধুরী তৌহিদুর রহমান তুষার, নাসির খান, মিজানুর রহমান মিলটন, আক্কাস আলী, এড. তছলিমা খাতুন ছন্দা, এড. শহীদ, জাহিদুর রহমান, জাহাঙ্গীর হোসেন, নিঘাত সীমা, ফানিজ ফাতেমা নুপুর, লুবনা আক্তার বিউটি, সুজনা জলি প্রমুখ।