প্রকাশিত: Fri, Dec 15, 2023 6:42 PM আপডেট: Sat, Dec 6, 2025 3:58 PM
গোবিন্দগঞ্জে সকল ভূমি সেবা সম্পাদন বিষয়ক মতবিনিময় ও প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন
শামীম রেজা ডাফরুল, গোবিন্দগঞ্জ(গাইবান্ধা): [২] গাইবান্ধার গোবিন্দগঞ্জে ই-নামজারি ও অনলাইনে ভূূমি উন্নয়ন করআদায়সহ সকল ভূমি সেবা সম্পাদন বিষয়ক মতবিনিময় ও প্রশিক্ষণ কর্মশালায় উদ্বোধন করা হয়েছে।
[৩] ভূমি সংস্কার বোর্ড ও গোবিন্দগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভূমি সংস্কার বোর্র্ডের চেয়ারম্যান (সচিব) মো. আব্দুস সবুর মন্ডল।
[৪] গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের হল রুমে বৃৃহস্পতিবার দুপুুরে নির্বাহী অফিসার রাসেল মিয়ার সভাপতিত্বে কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. জাাহিদ হাসান সিদ্দিকী, ভূমি সংস্কার বোর্র্ডের চেয়ারম্যানের একান্ত সচিব ও সিনিয়র সহকারী সচিব মো. আজিজুর রহমান, গোবিন্দগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভুমি) এস এম আব্দুল্যা-বিন- শফিক, থানার অফিসার ইনচার্র্জ শামসুল আলম শাহ, উপজেলা কৃষি কর্মকর্তা রেজা-ই-মাহমুদ, উপজেলা প্রকৌশলী আতিকুর রহমান তালুকদার, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. বেলাল হোসেন, উপজেলা নির্বাচন কর্র্মকর্র্তা সাখাওয়াত হোসেন প্রমুখ।
[৫] শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি ভূমি সংস্কার বোর্র্ডের চেয়ারম্যান (সচিব) মো. আব্দুস সবুর মন্ডল প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন। কর্মশালায় উপজেলা সকল তহশীলদারও ভূমি অফিসের অন্যান্য কর্মৃকর্র্তাবৃন্দ অংশগ্রহণ করেন।