প্রকাশিত: Fri, Dec 15, 2023 6:50 PM আপডেট: Sun, Jan 25, 2026 10:27 PM
নাজিরপুরে অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার
মো. মশিউর রহমান, নাজিরপুর, পিরোজপুর: [২] পিরোজপুরের নাজিরপুর উপজেলার নাজিরপুর টু গোপালগঞ্জ এর মধ্যবর্তী মহাসড়কে তারাবুনিয়া নামক চালিতাবাড়ি রাস্তা সংলগ্ন ডোবার মধ্যে অজ্ঞাতনামা এক পুরুষের মরদেহ উদ্ধার করেছে নাজিরপুর থানা পুলিশ।
[৩] স্থানীয় সূত্রে খবর পেয়ে শুক্রবার সাড়ে ৭ টার দিকে নাজিরপুর থানা পুলিশ ঘটনাস্থলে যায়।
[৪] নাজিরপুর থানার ওসি (তদন্ত) মো. জিয়াউদ্দিন ও এস আই মাইনুল ইসলাম জানান, স্থানীয়দের মাধ্যমে সকালে খবর পেয়ে ঘটনাস্থলে যাই এবং স্থানীয় সূত্রে জানা যায়, লোকটি মানুষিক ভারসাম্যহীন তাকে গত দিন থেকে ভবঘুরে অবস্থায় দেখতে পায়। তবে ধারনা করা হচ্ছে ডোবায় পড়ে পানিতে ডুবে মারা গেছে। সিআইডি এক্সপার্ট তারা এসে অজ্ঞাতের আঙ্গুলের ছাপ নিয়েছে তার পরিচয় সনাক্তের চেষ্টা চলছে।
[৫] নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ্ আলম হাওলাদার জানান, সংবাদ পেয়ে নাজিরপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পিরোজপুর সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।