প্রকাশিত: Fri, Dec 15, 2023 6:52 PM আপডেট: Sat, Dec 6, 2025 4:02 PM
রাউজানে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল তিন বসতঘর
শাহাদাত হোসেন, রাউজান (চট্টগ্রাম): [২] রাউজানে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন বসতঘর পুড়েছে।এতে দুই বসতঘরের সম্পূর্ণ মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
[৩] শুক্রবার ভোর রাতে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ঘটনাটি ঘটে রাউজানের গহিরা ইউনিয়নের দলইনগর গ্রামের জাহেদ মোহাম্মদ চৌধুরী বাড়িতে।
[৪] জানা যায়, ভোর রাতে এই বাড়িতে অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে ঘটনাস্থলে দ্রুত ছুটে এসে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। ক্ষতিগ্রস্ত হলেন মোহাম্মদ ইমম, আব্দুল মালেক, আব্দুর রশিদ। তবে ক্ষয়ক্ষতি হয়েছে ইমন ও মালেক এর।
[৫] ক্ষতিগ্রস্ত ইমনের মা বলেন, শুক্রবার ভোর রাতে বিকট শব্দ হলে আমার ছেলে ঘুম থেকে আমাকে ডাক দেন। আম্মু বাহিরে কিসের শব্দ হচ্ছে।সেই সময় পরিবারের সদস্যরা ঘুমন্ত অবস্থায় থেকে উঠে দেখি ঘরে আগুন লেগেছে। ঘরে আগুন দেখতে পেয়ে কোন রকমে নিজেদের প্রাণ রক্ষা করে বাইরে বেরিয়ে এসে চিৎকার শুরু করলে আশপাশের বাড়ি ঘরের লোকজন ছুটে এসে ফায়ার সার্ভিসে খবর দেয়। তাঁর ঘটনাস্থলে দ্রুত ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন৷
[৬] এ ব্যাপারে আবদুল রশিদ বলেন, আমরা হাটহাজারীর কামাল পাড়ায় পরিবার পরিজন নিয়ে ভাড়া বাসায় বসবাস করছি। আমাদের খালী ঘর সহ প্রতিবেশীদের ঘরে কারা আগুন লাগিয়েছে তা আমি জানি না। দুস্কৃতকারীদের দেওয়া আগুনে ক্ষতিগ্রস্ত এহাসান উল্লাহ্ জাহেদী ও মো. ইমন এ ঘটনার ব্যাপারে রাউজান থানায় অভিযোগ দেওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করেন থানার ওসি জাহিদ হোসেন।
[৭] এ ব্যাপরে রাউজান থানার ওসি জাহিদ হোসেন বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্তের স্বার্থে অভিযুক্ত আব্দুর রশিদের ফোন জব্দ করা হয়েছে। তদন্ত করে অগ্নিকান্ডের রহস্য উদঘাটন করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।