প্রকাশিত: Sat, Dec 31, 2022 1:57 PM
আপডেট: Sun, Jan 25, 2026 7:45 PM

জামায়াতকে আর নৈরাজ্য করতে দেওয়া হবে না: ডিএমপি কমিশনার

মাসুদ আলম: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেন, জামায়াত-শিবির অতীতে যে নৈরাজ্য কর্মকাণ্ড চালিয়েছিল তা নতুন করে আর কোনোভাবেই ফিরতে দেওয়া হবে না। বগুড়ায় চাঁদে সাঈদীকে দেখা নিয়ে তারা পুলিশ সদস্যদের খুন করেছে। গাইবান্ধায় আগুন দিয়েছে, পুলিশ সদস্যদের আগুনে পুড়িয়ে মেরেছে। অতীতে যে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে, তারই ধারাবাহিকতার বহিঃপ্রকাশ ঘটিয়ে পুলিশের ওপর হামলা চালিয়েছে। আমরা কোনোভাবেই আর মেনে নেব না। যত কঠোর ব্যবস্থা নেওয়া দরকার নেওয়া হবে।

শনিবার দুপুরে রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে জামায়াত-শিবিরেরর হামলায় আহত পুলিশ সদস্যদের চিকিৎসার খোঁজখবর নেওয়ার পর সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, অবৈধভাবে নিষেধাজ্ঞা অমান্য করে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা পুলিশের ওপর লাঠিসোটা নিয়ে আক্রমণ করে। এতে ঊর্ধ্বতন কর্মকর্তাসহ পুলিশের ১১ জন সদস্য আহত হয়েছে। পরে তাদের ছত্রভঙ্গ করে দিয়ে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়। কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় মামলা হয়েছে। আমাদের অভিযান চলছে। 

এদিকে ডিএমপি মিডিয়া সেন্টারে থার্টি ফার্স্ট নাইট- উদযাপন উপলক্ষে সংবাদ সম্মেলনে তিনি গৃহীত নিরাপত্তা ব্যবস্থার কথা তুলে ধরেন। সম্পাদনা: সালেহ্ বিপ্লব