প্রকাশিত: Sun, Feb 5, 2023 1:47 PM
আপডেট: Sun, Jan 25, 2026 11:44 PM

বাংলাদেশি কর্মীদের খরচ কমানো ও প্রক্রিয়া আরো ত্বরান্বিত করা হবে: মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী

কূটনৈতিক প্রতিবেদক:  মালয়েশিয়ার নবনিযুক্ত স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুসন ইসমাইল বলেছেন, বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় যাওয়া কর্মীদের কম খরচ কমানো ও প্রক্রিয়াকে আরো ত্বরান্বিত করা হবে। বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে সম্পন্ন হওয়া আগের চুক্তি রিভিউ করা হচ্ছে এবং প্রয়োজনে সেটি পরিবর্তন করা হবে। রোববার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এর সঙ্গে তার দপ্তরে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।

মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা অভিবাসন ব্যয় কমিয়ে আনতে চাই। আগামী দিনে দুই দেশের প্রতিনিধিরা বসবে। আমরা আগের করা সমঝোতা চুক্তি নিয়ে কথা বলেছি। প্রতিনিধিরা যাচাই-বাছাই করবেন যে এমওইউতে পরিবর্তন আনার প্রয়োজন আছে কিনা? আজকের আলোচনার একটা বড় অংশই ছিল এই চুক্তি। মালয়েশিয়া সরকার এ প্রক্রিয়াকে সহজতর করতে চায় যেন মূল লক্ষ্যে পৌঁছানো যায়। সাইফুদ্দিন বলেন, আমাদের মূল লক্ষ্য হচ্ছে, চাহিদা পূরণ করা, ব্যয় কমানো, বিদেশি কর্মীদের সম্মান রক্ষা করা। যদি বর্তমান প্রক্রিয়ায় সেই লক্ষ্যে পৌঁছানো না যায়, আমরা পরিবর্তন আনতে প্রস্তুত। সেজন্য আমরা আলোচনায় বসবো। মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মালয়েশিয়ায় বর্তমানে ১৫ লাখ বিদেশি কর্মী আছে। এর মধ্যে সাড়ে চার লাখ বাংলাদেশি কর্মী। সেই কারণেই বাংলাদেশ ১৫টি সোর্স কান্ট্রির মধ্যে প্রথম স্থানে আছে। এ সময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেন, মালয়েশিয়ার বৈঠকে আমাদের কোনো এজেন্ডা ছিল না। তবে বৈঠকে কর্মীদের স্বার্থ সংশ্লিষ্ট বেশ কিছু আলোচনা হয়েছে।

 গত দু’দিনের সফরে গত শনিবার ঢাকায় আসেন মালয়েশিয়ার নবনিযুক্ত স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুসন ইসমাইল। রোববার তিনি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠক করেন। এদিন বিকেলে মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়েন তিনি। সম্পাদনা: এল আর বাদল