প্রকাশিত: Wed, Feb 15, 2023 2:23 PM
আপডেট: Sat, Dec 6, 2025 11:44 PM

তুরস্কে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের কম্বল দিল আশ্রিত রোহিঙ্গারা

মাজহারুল ইসলাম: তুরস্কে ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য ৭০০ কম্বল ও ২০০ জ্যাকেট পাঠিয়েছে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীরা। ঢাকায় তুর্কি সহযোগিতা ও সমন্বয় সংস্থার অফিসে এরই মধ্যে ওইসব পণ্যসামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। আনাদোলু এজেন্সি

রোহিঙ্গা সম্প্রদায়ের নেতা সাহাত জিয়া হিরো জানিয়েছেন, বিপদে বন্ধুর প্রতি সংহতি জানাতেই এসব উপহার দেওয়া হয়েছে। তিনি বলেন, সংকটের শুরুতেই তুরস্ক আমাদের সহযোগিতা করছিল। এখনও তারা সহযোগিতা অব্যাহত রেখেছে। এই উপহার আমাদের তুর্কি ভাই ও বোনদের প্রতি সীমাহীন ভালবাসা এবং সংহতির প্রকাশ মাত্র। সম্পাদনা: সালেহ্ বিপ্লব