প্রকাশিত: Sun, Feb 26, 2023 8:33 AM
আপডেট: Sun, Dec 7, 2025 12:54 AM

ফরাসি সাহিত্যিক, রাজনীতিবিদ এবং মানবাধিকারকর্মী ভিক্টর হুগোর জন্মদিন

আশিক নূরী : [১] ভিক্টর হুগো ছিলেন একজন ফরাসি সাহিত্যিক, রাজনীতিবিদ এবং মানবাধিকারকর্মী। তাকে উনিশ শতকের সবচেয়ে প্রভাববিস্তারকারী রোমান্টিক লেখক বলা হয়ে থাকে। তাঁর সৃষ্টিকর্মের মধ্যে আছে ‘লে মিজেরাব্ল’ ও ‘দ্য হাঞ্চব্যাক অব নটরডেম’। [২] ভিক্টর হুগো ২৬ ফেব্রুয়ারি ১৮০২ সালে জন্মগ্রহণ করেন। হুগো তাঁর সময়ের অন্য তরুণ লেখকদের মতো রোমান্টিসিজম সাহিত্যিক ধারার অগ্রপথিক এবং ১৯ শতকে ফ্রান্সের প্রখ্যাত চরিত্র ফ্রঁসোয়া রনে দ্য শাতোব্রিয়ঁ দ্বারা প্রভাবিত ছিলেন। তিনি যৌবনে এ প্রতিজ্ঞাও করেছিলেন যে, তিনি হয় শাতোব্রিয়ঁর মতো হবেন, অথবা কিছুই হবেন না। 

সাহিত্যচর্চার পাশাপাশি হুগো রিপাবলিকানিজমের সমর্থক হিসেবে রাজনীতিতেও জড়িয়ে পড়েন। এ সময় তাকে নির্বাসনে যেতেও বাধ্য করা হয়। [৩] রচনায় অকালপক্ব আবেগ এবং বাগ্মীতার কারণে হুগো অল্প বয়সেই খ্যাতি অর্জন করেন। তাঁর প্রথম কবিতা সংকলন ১৮২২ সালে প্রকাশিত হয়, যখন তার বয়স ছিল মাত্র ২০। এ গ্রন্থের কারণে তিনি অষ্টাদশ লুইয়ের কাছ থেকে রাজকীয় ভাতা লাভের সম্মান পান। যদিও এ বইটি স্বতঃস্ফূর্ত আবেগের কারণে প্রশংসিত হয়েছিল, তবে ১৮২৬ সালে প্রকাশিত তাঁর পরবর্তী সময়ের বইটিই তাকে একজন মহান কবি, সুরকার এবং গীতিকার হিসেবে সবার কাছে তুলে ধরে। তিনি ২২ মে ১৮৮৫ সালে মারা যান।