প্রকাশিত: Tue, Apr 25, 2023 3:15 PM আপডেট: Mon, Jan 26, 2026 4:45 AM
তাইওয়ান, জাপান সফরে ভার্জিনিয়ার রিপাবলিকান গভর্নর
ইমরুল শাহেদ: যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য ভার্জিনিয়া রিপাবলিকান গভর্নর গ্লেন ইয়ানকিন তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েনের সঙ্গে মঙ্গলবার রাজধানী তাইপেইতে সাক্ষাৎ করেছেন। তিনি ২০২৪ সালে মার্কিন প্রেসিডেন্টের প্রার্থী হতে পারেন বলে আশা করছেন। সে উদ্দেশ্যে তিনি এই আন্তর্জাতিক সফর শুরু করেছেন। তবে তার এই সফরকে বাণিজ্যিক মিশন বলে উল্লেখ করা হচ্ছে। আল-জাজিরা
তাইওয়ান হলো ‘বিশ্ব জুড়ে দেশগুলোর জন্য একটি গুরুত্বপূর্ণ অংশীদার এবং সমৃদ্ধির মডেল,’ ইয়াংকিন বলেছেন। এরপর পৃষ্ঠা ৭, সারি
(শেষ পৃষ্ঠার পর) তাইওয়ান-ভার্জিনিয়া অর্থনৈতিক উন্নয়ন অফিস প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছেন তিনি।
সাই বলেছেন, মার্কিন বন্ধুদের পেয়ে তিনি আনন্দিত। এর সঙ্গে তিনি যোগ করেন, তাইপেই বরাবরই ভার্জিনিয়ার সঙ্গে সুদৃঢ় বন্ধনে আবদ্ধ। তিনি বলেন, ‘ইয়ানকিং গভর্নর হিসেবে দায়িত্ব পালন শুরু করার পর প্রথম তাইপেই সফরে এলেন, এই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়।’
ইয়ানকিং রিপাবলিকান দলের একজন উজ্জ্বলতম নেতা। ২০২৪ সালে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে তাকে দলীয়ভাবে ভাবা হলেও তিনি এখনো এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। তাইপেই সফরের পর জাপান হয়ে তিনি দক্ষিণ কোরিয়াও সফর করতে পারেন।
ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিসও বর্তমানে টোকিও সফরে রয়েছেন। তিনি সোমবার জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সঙ্গে সাক্ষাৎ করেছেন। রিপাবলিকান দলের সামনের সারিতে রয়েছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি গত নভেম্বর মাসে তার প্রার্থিতা ঘোষণা করেছেন। সম্পাদনা: শামসুল বসুনিয়া
আরও সংবাদ
[১]ড. ইউনূসকে তারেক রহমানের কথায় না চলার অনুরোধ ভারতীয় সাংবাদিকের
[১]বাংলাদেশ পরিস্থিতি নিয়ে জাতিসংঘ মহাসচিব গভীরভাবে উদ্বিগ্ন: মুখপাত্র ডুজাররিক
[১]বাংলাদেশে চলমান সংকটের শান্তিপূর্ণ সমাধান চায় যুক্তরাষ্ট্র: বেদান্ত প্যাটেল
[১]স্বর্ণপদক জিতে অলিম্পিক সাঁতারে ইতিহাস গড়লেন অস্ট্রেলিয়ার টিটমাস
[১] গাজা নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করে কমলা হ্যারিস বললেন, যুদ্ধবিরতি চুক্তির সময় এসেছে
[১] বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী সে দেশের অভ্যন্তরীণ বিষয়: ভারত
[১]ড. ইউনূসকে তারেক রহমানের কথায় না চলার অনুরোধ ভারতীয় সাংবাদিকের
[১]বাংলাদেশ পরিস্থিতি নিয়ে জাতিসংঘ মহাসচিব গভীরভাবে উদ্বিগ্ন: মুখপাত্র ডুজাররিক
[১]বাংলাদেশে চলমান সংকটের শান্তিপূর্ণ সমাধান চায় যুক্তরাষ্ট্র: বেদান্ত প্যাটেল
[১]স্বর্ণপদক জিতে অলিম্পিক সাঁতারে ইতিহাস গড়লেন অস্ট্রেলিয়ার টিটমাস
[১] গাজা নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করে কমলা হ্যারিস বললেন, যুদ্ধবিরতি চুক্তির সময় এসেছে