প্রকাশিত: Wed, May 17, 2023 2:05 PM
আপডেট: Mon, Jan 26, 2026 4:46 AM

ইমরান খানকে ৩১ মে পর্যন্ত নতুন মামলায় গ্রেপ্তার করা যাবে না


ইমরুল শাহেদ: এই আদেশ দিয়েছে ইসলামাবাদ হাইকোর্ট। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রধান ইমরান খান ৯ মে’র পর তার বিরুদ্ধে দায়ের করা নতুন মামলাগুলোতে যাতে তাকে গ্রেপ্তার না করা হয় এই ব্যাপারে একটি আবেদন করেছিলেন। তার আলোকেই আদালতের এই আদেশ। ডন

গত সপ্তাহে আদালত ‘আল-কাদির ট্রাস্ট’ মামলায় ইমরান খানকে দুই সপ্তাহের জামিন দিয়েছেন। সে সময় আদালত প্রাঙ্গন থেকে তাকে গ্রেপ্তার করা ছিল ‘অবৈধ’ ও ‘অকার্যকর’। একইসঙ্গে পিটিআই প্রধানকে ১৭ মে পর্যন্ত গ্রেপ্তার না করার আদেশ দিয়েছিলেন। 

ইমরান খানের আইনজীবী ব্যারিস্টার গোহার আদালতে উপস্থিত ছিলেন। আদালতে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল মুনাওয়ার দুগাল, ইসলামাবাদের অ্যাডভোকেট জেনারেল জাহাঙ্গির যাদুন এবং রাষ্ট্রীয় উপদেষ্টাও। 

অন্যদিকে জিওটিভির প্রতিবেদনে বলা হয়েছে, পাঞ্জাব সরকার ইমরান খানের জামান পার্কের বাড়িতে আশ্রয় নিয়ে আছে এমন ৩০ থেকে ৪০ জন সন্ত্রাসীকে ২৪ ঘন্টার মধ্যে পুলিশের কাছে সোপর্দ করতে বলেছে। 

লাহোরে এক সংবাদ সম্মেলনে তত্ত্বাবধায়ক তথ্যমন্ত্রী আমীর মীর বলেন, ‘হয় পিটিআইকে সন্ত্রাসীদের হস্তান্তর করতে হবে, নয় আইন নিজের গতিতে চলবে।’ তিনি বলেন, সরকার এ ব্যাপারে একেবারেই নিশ্চিত যে ঐ বাড়িতে সন্ত্রাসীরা আছে। সেই সঠিক গোয়েন্দা তথ্য সরকারের হাতে আছে। 

মীর বলেন, ‘গোয়েন্দা তথ্য অত্যন্ত ভয়াবহ। তিনি বলেছেন, জামান পার্কের ভিতরে যে সন্ত্রাসীরা রয়েছেন গোয়েন্দারা তাতে বাড়ির ভেতরের সূত্র থেকেই নিশ্চিত হয়েছে। সম্পাদনা: তারিক আল বান্না