প্রকাশিত: Wed, May 17, 2023 2:23 PM
আপডেট: Mon, Jan 26, 2026 4:46 AM

রানওয়েতে অকেজো হয়ে গেল ভারতীয় সেনা পরিবহন বিমান



সাজ্জাদুল ইসলাম: অবতরণের সময় রানওয়ের মাটিতে বসে গেল ভারতীয় বিমান বাহিনীর ভারী পরিবহন বিমান জি-১৭ গ্লোবমাস্টারের চাকা। গত মঙ্গলবার ভারতের লাদাখের লেহ বিমানবন্দরে এ ঘটনা ঘটে। হিন্দুস্থান টাইমস

ঘটনার পর দিনভর প্লেন ওঠানামা বন্ধ থাকে চীন সীমান্ত ঘেঁষা শহর লেহ’র কুশক বকুলা রিম্পোচের বিমানবন্দরে। বুধবার থেকে লেহ বিমানবন্দরে বেসামরিক বিমান উড্ডয়ন স্বাভাবিক হবে বলে জানিয়েছে ভারতীয় বিমান বাহিনী। ইন্ডিগো, এয়ার ইন্ডিয়া, স্পাইস জেট, ভিস্তারাসহ বিভিন্ন বিমান সংস্থা শ্রীনগর-লেহ রুটে প্রতিদিন ১০টি ফ্লাইট পরিচালনা করে।  

যুক্তরাষ্ট্রের ম্যাকডোনাল ডগলাসের তৈরি ভারী সামরিক পরিবহন প্লেন জি-১৭ গ্লোবমাস্টার-৩ ভারতীয় বিমান বাহিনীতে যুক্ত হয় ২০১৯ সালে। 

ছোট রানওয়েতে ওঠানামার সুবিধার জন্য এই বিমান চীন সীমান্ত ঘেঁষা দুর্গম পাহাড়ি এলাকার সেনাঘাঁটিগুলোতে অস্ত্র ও রসদ সরবরাহের কাজে ব্যবহৃত হয়। পাশাপাশি দ্রুত সেনা পাঠানোর কাজেও বিমান বাহিনীর কাজে লাগে এই প্লেন। সম্পাদনা: রাশিদ