প্রকাশিত: Thu, May 18, 2023 2:18 PM আপডেট: Mon, Jan 26, 2026 4:47 AM
রাতভর রুশ ক্ষেপনাস্ত্র হামলায় কেঁেপ উঠলো রাজধানী কিয়েভ, ওডেসা
ইমরুল শাহেদ: ইউক্রেন বলেছে, বুধবার গভীর রাতে রুশ বাহিনী ইউক্রেনের ওডেসা ও রাজধানী কিয়েভের উপর ৩০টি ক্রুজ ক্ষেপনাস্ত্র হামলা চালিয়েছে। এর মধ্যে ২৯টিই ধ্বংস করার দাবি করেছে ইউক্রেনের কর্মকর্তারা। হামলায় ওডেসাতে একজন নিহত হয়েছে। আল-জাজিরা
বেইজিংয়ের বিশেষ দূত কিয়েভ সফর শেষ করে বলেছেন, এই যুদ্ধের কোনো সমাধান নেই। কারণ এজন্য দুই পক্ষকে শান্তির জন্য পরিস্থিতি তৈরি করেছে।
দৈনিক ইনডিপেন্ডেন্ট ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার উর্ধ্বতন কর্মকর্তাদের পদত্যাগের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, যাতে পরজয়ের কোনো ছাপ অনুভূত না হয়।
দৈনিকটির প্রতিবেদনে আরো বলা হয়েছে, ‘বিশেষ সামরিক অভিযান’ চলমান রেখে প্রেসিডেন্টশিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের কেউ পদত্যাগ করতে পারবেন না। যুদ্ধের ফলাফল যাই হোক সেটা সকলকে সমানভাবে মেনে নিতে হবে।
ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় তখনই এসব কথা বলছে, যখন রুশ বাহিনী ইউক্রেনের উপর হামলা তীব্রতর করেছে। এ মাসেই কিয়েভের উপর নবম বারের মতো হামলা চালানো হয়েছে বলে উল্লেখ করেছে দৈনিকটি।
গার্ডিয়ানের প্রতিবেদনেও নবম বারের মতো কিয়েভে হামলার বিষয়টি উল্লেখ করা হয়েছে। সঙ্গে মন্তব্য জুড়ে দিয়ে বলেছে, কয়েক সপ্তাহের শিথিলতার পর এবং একটি বহুল প্রত্যাশিত ইউক্রেনীয় পাল্টা আক্রমণের আগে এই ক্ষেপনাস্ত্র হামলা বাড়ানো হয়েছে।
গার্ডিয়ানের প্রতিবেদনে আরো বলা হয়, কৌশলগতভাবে কাসপিয়ান অঞ্চল থেকে এসব হামলা চালানো হচ্ছে। এখানেও সম্ভাব্য ক্রুজ ক্ষেপনাস্ত্রের কথা বলা হয়েছে। পরে শত্রুপক্ষের অবস্থান নির্ণয়ের জন্য একটি ক্রাফট মোতায়েন করেছে রাশিয়া। সম্পাদনা: শামসুল হক বসুনিয়া
আরও সংবাদ
[১]ড. ইউনূসকে তারেক রহমানের কথায় না চলার অনুরোধ ভারতীয় সাংবাদিকের
[১]বাংলাদেশ পরিস্থিতি নিয়ে জাতিসংঘ মহাসচিব গভীরভাবে উদ্বিগ্ন: মুখপাত্র ডুজাররিক
[১]বাংলাদেশে চলমান সংকটের শান্তিপূর্ণ সমাধান চায় যুক্তরাষ্ট্র: বেদান্ত প্যাটেল
[১]স্বর্ণপদক জিতে অলিম্পিক সাঁতারে ইতিহাস গড়লেন অস্ট্রেলিয়ার টিটমাস
[১] গাজা নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করে কমলা হ্যারিস বললেন, যুদ্ধবিরতি চুক্তির সময় এসেছে
[১] বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী সে দেশের অভ্যন্তরীণ বিষয়: ভারত
[১]ড. ইউনূসকে তারেক রহমানের কথায় না চলার অনুরোধ ভারতীয় সাংবাদিকের
[১]বাংলাদেশ পরিস্থিতি নিয়ে জাতিসংঘ মহাসচিব গভীরভাবে উদ্বিগ্ন: মুখপাত্র ডুজাররিক
[১]বাংলাদেশে চলমান সংকটের শান্তিপূর্ণ সমাধান চায় যুক্তরাষ্ট্র: বেদান্ত প্যাটেল
[১]স্বর্ণপদক জিতে অলিম্পিক সাঁতারে ইতিহাস গড়লেন অস্ট্রেলিয়ার টিটমাস
[১] গাজা নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করে কমলা হ্যারিস বললেন, যুদ্ধবিরতি চুক্তির সময় এসেছে