প্রকাশিত: Thu, May 18, 2023 2:24 PM
আপডেট: Mon, Jan 26, 2026 4:47 AM

পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রীকে মুক্তির নির্দেশ ইসলামাবাদ হাইকোর্টের


ইমরুল শাহেদ: পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের ভাইস চেয়াম্যান ও পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশীকে মেনটেইন্যান্স অব পাবলিক অর্ডার (এমপিও) আইনে গ্রেপ্তার ‘অবৈধ’ এবং অকার্যকর অভিহিত করে তাকে অবিলম্বে মুক্তি দেওয়ার আদেশ দিয়েছেন আদালত। জিওটিভি

শাহ মাহমুদ কোরেশীর গ্রেপ্তারকে চ্যালেঞ্জ করে দাখিল করা এক আবেদনের শুনানির পর বিচারপতি মিয়াগুল হাসান আওরঙ্গজেব এ আদেশ দেন। 

মুক্তির আদেশে পিটিআই এই নেতার প্রতি দিক নির্দেশনা দিয়ে বলা হয়, সাবেক প্রতিমন্ত্রী আলী মাহমুদ খান যেভাবে মুচলেকা দিয়েছেন, তাকেও সেভাবে মুচলেকা দিতে হবে। 

কোরেশীর আইনজীবী আদালতকে বলেছেন, পিটিআই নেতার সঙ্গে আলোচনা করে তিনি মুচলেকা দাখিল করবেন। 

বৃহস্পতিবার ডনের প্রতিবেদনে বলা হয়েছে, গত ৯ মে আল-কাদির ট্রাস্ট মামলায় পার্টির চেয়ারম্যান ইমরান খানের গ্রেপ্তারের পর ‘হিংসাত্মক বিক্ষোভে উসকানি দেওয়ার’ অভিযোগে কোরেশিসহ বে


শ কয়েকজন পিটিআই নেতাকে গ্রেপ্তার করা হয়েছিল।

ডনের প্রতিবেদনে আরো বলা হয়, পিটিআই নেতা শাহ মাহমুদ কোরেশির জামিনের আবেদন বৃহস্পতিবার ইসলামাবাদ হাইকোর্টের বিচারপতি মিয়াঙ্গুল হাসান আওরঙ্গজেবের সামনে পেশ করা হলে তিনি জানতে চান কোরেশির বিরুদ্ধে কোনও নথিভুক্ত মামলা আছে কিনা। জবাবে রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, এটা তাকে খোঁজ নিতে হবে।

বিচারপতি উভয় পক্ষের যুক্তি-তর্ক শেষ হওয়ার পরই পিটিআই নেতার মুক্তির আদেশ দেন। সম্পাদনা: শামসুল হক বসুনিয়া