প্রকাশিত: Thu, Dec 15, 2022 3:43 PM
আপডেট: Sun, Jan 25, 2026 10:21 PM

ইরানকে নারী অধিকার সংস্থা থেকে বহিষ্কার করল জাতিসংঘ

মাজহারুল ইসলাম: হিজাববিরোধী বিক্ষোভ ঠেকাতে ইরান সরকার দমন-পীড়ন অব্যাহত রাখায় যুক্তরাষ্ট্রের উদ্যোগে ভোটাভুটির পর দেশটিকে জাতিসংঘের নারী অধিকার সংস্থা থেকে বহিষ্কার করা হয়েছে। এই সিদ্ধান্ত ২০২২ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত সংস্থাটির বর্তমান মেয়াদের বাকি অংশের জন্য প্রযোজ্য। তবে রাশিয়া এই পদক্ষেপের বিরোধিতা করেছে। আল জাজিরা, সিএনএন।

ইরান এই সিদ্ধান্তে হতাশা প্রকাশ করে বলেছে, এই ধরনের পদক্ষেপ একটি ‘অনাকাঙ্খিত নজির’ সৃষ্টি করবে।

এদিকে যুক্তরাষ্ট্রের খসড়া প্রস্তাবের বিরোধিতাকারী রাশিয়া এই পদক্ষেপের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে বলেছে, অর্থনৈতিক ও সামাজিক কাউন্সিল ইরানকে কমিশন থেকে সরিয়ে দিতে সক্ষম কিনা সে বিষয়ে জাতিসংঘের আইন বিশেষজ্ঞদের মতামত শুনতে চায় মস্কো। সম্পাদনা: সালেহ্ বিপ্লব