প্রকাশিত: Mon, Dec 19, 2022 5:01 AM আপডেট: Sat, Dec 6, 2025 6:18 PM
তিন শিম্পাঞ্জিকে হত্যা সাধারণ মানুষের ক্ষোভ
মিহিমা আফরোজ: বিশ্বজুড়ে বিপন্ন প্রাণী হিসেবে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচারের তালিকায় ইতিমধ্যেই চলে এসেছে শিম্পাঞ্জির নাম। ফলে শিম্পাঞ্জি সুরক্ষায় নানা পদক্ষেপ গ্রহণ করেছে বিভিন্ন দেশ। এরই মধ্যে সুইডেনে চিড়িয়াখানায় খাঁচা থেকে পালিয়ে যাওয়া তিনটি শিম্পাঞ্জিকে গুলি করে হত্যা করায় ক্ষুব্ধ দেশটির সাধারণ মানুষ। এএফপি
সাধারণ মানুষের বক্তব্য, চেতনানাশক প্রয়োগ করে শিম্পাঞ্জিগুলোকে আটক করা যেত। যাদের কাছে এই বন্য প্রাণীগুলোর সবচেয়ে নিরাপদ থাকার কথা, তাদের হাতেই এমন মৃত্যু কোনোভাবেই কাম্য নয়। বনের প্রাকৃতিক পরিবেশ থেকে দূরে সরিয়ে নিয়ে এই প্রাণীগুলোকে চিড়িয়াখানায় রাখা হয়েছে মানুষের বিনোদনের জন্য। তারপর গুলি করে তাদের হত্যা করা হচ্ছে। এটা রীতিমতো অমানবিক।
গত বুধবার সেখানকার ফুরুভিক চিড়িয়াখানায় খাঁচা থেকে বের হয়ে যায় সাতটি শিম্পাঞ্জি। এরপর সেগুলো চিড়িয়াখানার ভেতরেই ঘোরাঘুরি করছিল। ক্রিসমাস মৌসুম বলে এ সময় চিড়িয়াখানায় দর্শনার্থীও তেমন ছিল না। চিড়িয়াখানা কর্তৃপক্ষ সেগুলোর মধ্যে চারটিকে খুঁজে পায় এবং গুলি করে। বাকি তিনটিকে এখনো পাওয়া যায়নি। ফুরুভিক কর্তৃপক্ষ বলেন, জনসাধারণের কথা ভেবেই প্রাণীগুলোকে হত্যা করতে বাধ্য হয়েছেন তারা। এগুলো পথচারীদের ওপর হামলা করতে পারত। তা ছাড়া যতটুকু দূর থেকে চেতনানাশক নিক্ষেপ করলে তা কাজে আসে, তার চেয়ে বেশি দূরে ছিল প্রাণীগুলো। তারা জানান, শিম্পাঞ্জি যথেষ্ট দ্রুতগতিসম্পন্ন ও শক্তিশালী প্রাণী। এ ছাড়া এদের ভয়-ডর কম। এ অবস্থায় এরা যে কারও ওপর হামলা চালাতে পারত।
তবে গবেষক মাথিয়াস অসভা বলছেন, তিনি গত কয়েক বছর ধরে শিম্পাঞ্জিগুলোর সংস্পর্শে এসেছেন। যতটুকু বুঝেছেন, তাতে এদের দ্বারা ক্ষতির আশঙ্কা আসলে খুবই কম ছিল। তিনি আরও বলেন, চলতি পথে হঠাৎ করে শিম্পাঞ্জিগুলো সামনে এসে পড়লে আমি হয়তো একটু ভয় পেয়ে যেতাম ঠিকই, তবে এরা আসলে বিপজ্জনক নয়। তারপরও এদের এভাবে হত্যা করা হলো। বিষয়টি খুবই দুঃখজনক।
ইং মারি পারসন শিম্পাঞ্জির তত্ত্বাবধায়ক হিসেবে কাজ করেছেন ৩০ বছর। তিনি বলেন, অপেশাদার আচরণের কারণে চিড়িয়াখানা কর্তৃপক্ষকে অবশ্যই অভিযুক্ত করা উচিত। চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানায়, মৃত তিন শিম্পাঞ্জির নাম হলো লিন্ডা, টরস্টেন ও স্যান্টিনো। মান্ডা নামে আরেকটি শিম্পাঞ্জি এখন মুমূর্ষু অবস্থায় আছে। সম্পাদনা: খালিদ আহমেদ
আরও সংবাদ
[১]ড. ইউনূসকে তারেক রহমানের কথায় না চলার অনুরোধ ভারতীয় সাংবাদিকের
[১]বাংলাদেশ পরিস্থিতি নিয়ে জাতিসংঘ মহাসচিব গভীরভাবে উদ্বিগ্ন: মুখপাত্র ডুজাররিক
[১]বাংলাদেশে চলমান সংকটের শান্তিপূর্ণ সমাধান চায় যুক্তরাষ্ট্র: বেদান্ত প্যাটেল
[১]স্বর্ণপদক জিতে অলিম্পিক সাঁতারে ইতিহাস গড়লেন অস্ট্রেলিয়ার টিটমাস
[১] গাজা নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করে কমলা হ্যারিস বললেন, যুদ্ধবিরতি চুক্তির সময় এসেছে
[১] বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী সে দেশের অভ্যন্তরীণ বিষয়: ভারত
[১]ড. ইউনূসকে তারেক রহমানের কথায় না চলার অনুরোধ ভারতীয় সাংবাদিকের
[১]বাংলাদেশ পরিস্থিতি নিয়ে জাতিসংঘ মহাসচিব গভীরভাবে উদ্বিগ্ন: মুখপাত্র ডুজাররিক
[১]বাংলাদেশে চলমান সংকটের শান্তিপূর্ণ সমাধান চায় যুক্তরাষ্ট্র: বেদান্ত প্যাটেল
[১]স্বর্ণপদক জিতে অলিম্পিক সাঁতারে ইতিহাস গড়লেন অস্ট্রেলিয়ার টিটমাস
[১] গাজা নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করে কমলা হ্যারিস বললেন, যুদ্ধবিরতি চুক্তির সময় এসেছে