প্রকাশিত: Mon, Dec 19, 2022 5:03 AM
আপডেট: Sat, Dec 6, 2025 7:11 PM

ফিলিস্তিনি মানবাধিকারকর্মীকে ফ্রান্সে নির্বাসন দিল ইসরায়েল

খালিদ আহমেদ: ‘সন্ত্রাসী সংগঠনের সদস্য’ তকমা দিয়ে এক ফিলিস্তিনি মানবাধিকার আইনজীবীকে ফ্রান্সে নির্বাসন দিল ইসরায়েল। ইসরায়েলের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, নিরাপত্তার হুমকি বিবেচনায় একজন ফিলিস্তিনি-ফরাসি মানবাধিকার আইনজীবীকে বের করে দেওয়া হয়েছে।  মন্ত্রণালয় জানিয়েছে, রোববার সকালে মানবাধিকারকর্মী সালাহ হামমুরিকে (৩৭) পুলিশ ফ্রান্সের একটি ফ্লাইটে তুলে দিয়েছে। 

জেরুজালেমের আজীবন বাসিন্দা সালাহ। ইসরায়েলি কর্মকর্তারা এখন তাকে সন্ত্রাসী সংগঠনের সদস্য বলে দাবি করছে। এমনকি জন্মস্থানে বসবাসের অধিকারও কেড়ে নিল তারা। অধিকার সংগঠনগুলো ইসরায়েলের এ পদক্ষেপের নিন্দা জানিয়েছে। ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয়ও এ সিদ্ধান্তে হতাশা প্রকাশ করেছে। ফ্রান্স কর্তৃপক্ষ বলেছে, সালাহ হামমুরিকে ফ্রান্সে নির্বাসিত করার ইসরায়েলি সিদ্ধান্তের নিন্দা জানাচ্ছে। 

ইসরায়েলের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, সালাহ ‘ইসরায়েলি নাগরিক এবং পরিচিত মুখদের’ বিরুদ্ধে ‘সন্ত্রাসী হামলা সংগঠিত, অনুপ্রাণিত ও পরিকল্পনা করেছিলেন’। সম্পাদনা: এল আর বাদল