প্রকাশিত: Mon, Dec 19, 2022 5:08 AM
আপডেট: Sat, Dec 6, 2025 7:18 PM

জেলেনস্কির অনুরোধ প্রত্যাখ্যান করেছে ফিফা

মিহিমা আফরোজ: এবারের বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচে বিশ্বের উদ্দেশ্যে শান্তির বার্তা দিতে সুযোগ প্রদানে ফিফার প্রতি অনুরোধ জানিয়েছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভøাদিমির জেলেনস্কি। তবে ইউক্রেনীয় প্রেসিডেন্টের এমন অনুরোধ প্রত্যাখ্যান করেছে ফিফা। ডেইলি মেইল

বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচ শুরু আগে ভিডিওর মাধ্যমে বিশ্ব শান্তির বার্তা দিতে চেয়েছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট। এই বার্তা প্রদানের জন্য তিনি ফিফার কাছে অনুরোধ করেন। কিন্তু ফিফা তার এ অনুরোধ প্রত্যাখ্যান করেছে। ফিফার কাছ থেকে এমন নেতিবাচক প্রতিক্রিয়া দেখে তিনি অবাক হয়েছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট বিশ্বমঞ্চে সরকারি ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বারবার শান্তি ও সহায়তার আবেদন করে আসছেন। ইতিমধ্যে তিনি ইসরায়েলের পার্লামেন্ট, যুক্তরাষ্ট্রের কংগ্রেস, গ্র্যামি অ্যাওয়ার্ডস, কান চলচ্চিত্র উৎসব এবং জি-২০ সম্মেলনে ভার্চ্যুয়ালি বক্তব্য রেখেছেন। কিন্তু কাতার বিশ্বকাপে রাজনৈতিক বার্তা দেওয়া বন্ধে কঠোর অবস্থান নিয়েছে ফিফা। সম্পাদনা: খালিদ আহমেদ