প্রকাশিত: Fri, Dec 30, 2022 1:42 PM
আপডেট: Sun, Jan 25, 2026 10:28 PM

সু চির আরও ৭ বছরের কারাদণ্ড কারাগারে কাটাতে হবে ৩৩ বছর

মিহিমা আফরাজ: দুর্নীতির অভিযোগে অং সান সুচিকে আরও সাত বছরের কারাদণ্ড দিয়েছে মিয়ানমারের একটি সামরিক আদালত। প্রাকৃতিক দুর্যোগ, উদ্ধার ও জরুরি অবস্থাসহ রাষ্ট্রীয় কাজে ব্যবহারের জন্য হেলিকপ্টার ক্রয়, মেরামত ও ভাড়া সংক্রান্ত দুর্নীতির জন্য দোষী সাব্যস্ত করা হয়েছে তাকে। তিন বছরের কঠোর শ্রমসহ মোট ৩৩ বছরের কারাদণ্ডের মুখোমুখি হয়েছেন তিনি। শুক্রবারের এই রায়টি হয়েছে সুচির জন্য চূড়ান্ত শাস্তি। সিএনএন

সুচি তার বিরুদ্ধে আরোপিত সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তার আইনজীবীরা জানিয়েছেন, তারা রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত। রাজধানী নেপিডোরের একটি নির্জন কারাগারে তাকে রাখা হয়েছে এবং তার বিচার বন্ধ দরজার পিছনে হয়েছে। এদিকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ঐতিহাসিক প্রস্তাবে অং সান সুচির মুক্তির দাবি জানানো হয়েছে। সামরিক বাহিনী ক্ষমতা দখলের পর থেকে দেশে গণতন্ত্রপন্থী কর্মীদের শাস্তির বিষয়ে বারবার উদ্বেগ প্রকাশ করেছে অধিকার গোষ্ঠীগুলো।

গত সপ্তাহে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ প্রথম প্রস্তাবে সুচি ও সাবেক প্রেসিডেন্ট উইন মিন্টসহ সমস্ত রাজনৈতিক বন্দীদের মুক্তি দেওয়ার জন্য সামরিক জান্তার প্রতি আহ্বান জানিয়েছে।

 জান্তা সেনাবাহিনী ক্ষমতা দখলের পর থেকে দুই বছরে মিয়ানমারে স্বাধীনতা ও অধিকারের অবনতি হয়েছে। রাষ্ট্রীয় মৃত্যুদণ্ড ফিরে এসেছে এবং সামরিক শাসনের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য হাজার হাজার লোককে গ্রেপ্তার করা হয়েছে। সম্পাদনা: খালিদ আহমেদ