প্রকাশিত: Sat, Dec 31, 2022 1:51 PM
আপডেট: Sun, Jan 25, 2026 10:13 PM

পেলেকে শেষ দেখার অপেক্ষায় শতবর্ষী মা

মাজহারুল ইসলাম: ব্রাজিলের হয়ে তিনটি বিশ্বকাপ জয়ী পেলে ৮২ বছর বয়সে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছেন। মা ডোনা সেলেস্তের বয়স এখন ১০০, শেষ বয়সে এসে এখন সন্তানের মৃত্যু শোক সহ্য করতে হচ্ছে তাকে। নিজ বাড়িতেই ফুটবল ইতিহাস সেরা সন্তানকে শেষবার দেখার অপেক্ষায় আছেন তিনি। সম্প্রতি ব্রাজিলের পক্ষ থেকে পেলের মাকে ‘ব্রাজিলিয়ান মাদার অব দ্য ইয়ার’ সম্মাননা দেওয়া হয়েছে। দ্য সান, স্পোর্টস ব্রিফ 

পেলের শেষ ইচ্ছা অনুযায়ী, তার মরদেহ ক্লাব সান্তোসে নিয়ে যাওয়া হবে। সেখানে সাধারণ জনগণ ও বিশিষ্ট ব্যক্তিরা তার প্রতি শেষ শ্রদ্ধা জানাবেন। পেলে সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে মারা গেছেন। সেখানেই তাকে শেষকৃত্যের জন্য প্রস্তুত করা হবে। তারপর প্যারেড করে তাকে নেওয়া হবে মায়ের কাছে। এরপর পরিবারের একান্ত জনদের নিয়ে তাকে সমাহিত করা হবে। 

মাতৃভক্ত ছিলেন ফুটবল সম্রাট পেলে। বাবার হাত ধরে পেলের ফুটবলের হাতেখড়ি হলেও বড় ফুটবলার হওয়ার অনুপ্রেরণা জুগিয়েছেন তার মা। মা ছিল তার সুখ-দুঃখের আশ্রয়স্থল। সম্পাদনা: সালেহ্ বিপ্লব