প্রকাশিত: Sun, Dec 4, 2022 1:59 PM
আপডেট: Sun, Jan 25, 2026 10:28 PM

হিজাবাবিরোধী বিক্ষোভে ২০০ মৃত্যুর কথা স্বীকার করল ইরান সরকার

খালিদ আহমেদ: নিরাপত্তা হেফাজতে মাহসা আমিনি নামের এক নারীর মৃত্যুর পর ইরানজুড়ে শুরু হওয়া ব্যাপক বিক্ষোভ। এই বিক্ষোভ দমাতে গিয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যসহ ২০০ জনের মৃত্যুর কথা স্বীকার করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাষ্ট্রীয় নিরাপত্তা কাউন্সিল। যদিও জাতিসংঘ ও একাধিক মানবাধিকার সংস্থা বলছে, এই বিক্ষোভ এরই মধ্যে তিনশর বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। আলজাজিরা, রয়টার্স

শনিবার ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলেছেন, ইসলামি প্রজাতন্ত্র ইরান নাগরিকদের অধিকার ও স্বাধীনতার নিশ্চয়তা দিচ্ছে। তিনি দেশটির বর্তমান শাসনকাঠামোর পক্ষেও তার মত তুলে ধরেছেন।

ঘরের বাইরে নারীরা বাধ্যতামূলক হিজাব পরার নীতি মানছে কিনা, তা দেখভালের দায়িত্বে থাকা নীতি পুলিশের হেফাজতে ২২ বছর বয়সী কুর্দি নারী মাহসা আমিনির মৃত্যু সেপ্টেম্বরের শেষদিক থেকে ইরানের অসংখ্য শহরে হিজাববিরোধী বিক্ষোভের সূত্রপাত ঘটায়।  পরে একপর্যায়ে তা সরকারবিরোধী ব্যাপক বিক্ষোভে রূপ নেয়। 

দেশটির কর্তৃপক্ষ ইরানজুড়ে চলা কয়েক সপ্তাহের বিক্ষোভের জন্য যুক্তরাষ্ট্র, সৌদি আরব ও ইসরায়েলসহ বিদেশি শত্রæদের দায়ী করে আসছে। 

জাতিসংঘের নিয়োগ দেওয়া ইরান বিষয়ক স্বতন্ত্র বিশেষজ্ঞ জাভেদ রেহমান মঙ্গলবার বলেন, বিক্ষোভে তিনশর বেশি মানুষের মৃত্যু হয়েছে, যার মধ্যে ৪০টি শিশুও আছে। মানবাধিকার নিয়ে কাজ করা বার্তা সংস্থা এইচআরএএনএ শুক্রবার জানায়, তাদের হিসাবে ইরানে ৪৬৯ বিক্ষোভকারী নিহত হয়েছে, যাদের ৬৪ জনই অপ্রাপ্তবয়স্ক। সম্পাদনা: সালেহ্ বিপ্লব