প্রকাশিত: Thu, Mar 23, 2023 4:55 AM
আপডেট: Sat, Dec 6, 2025 12:35 PM

নিবন্ধন ২৭ মার্চ পর্যন্ত

হজের খরচ কমলো ১১ হাজার ৭২৫ টাকা

জেরিন আহমেদ: পরিবর্তিত প্যাকেজে বুধবার থেকে নিবন্ধন শুরু হয়েছে। 

ধর্ম মন্ত্রণালয়ের হজ-১ শাখার উপ সচিব আবুল কাশেম মোহাম্মদ শাহীন জানান, বাংলাদেশসহ বিশ্বের অন্যান্য সব দেশের জন্য সৌদি আরব মিনায় ‘এ’, ‘বি’, ‘সি’ ও ‘ডি’ ক্যাটাগরির তাঁবুর খরচ বাবদ ৪১৩ সৌদি রিয়াল কমিয়েছে। বাংলাদেশি টাকায় যা ১১ হাজার ৭২৫ টাকা। যারা ইতোমধ্যে পুরাতন ফি অনুযায়ী নিবন্ধন করেছেন তাদের পরবর্তীতে খাবারের টাকার সঙ্গে টাকা ফেরত দেওয়া হবে। গত ২৩ ফেব্রুয়ারি হজযাত্রীদের নিবন্ধন প্রক্রিয়া শুরু হয়। নির্ধারিত কোটা পূরণ না হওয়ায় চতুর্থ দফায় নিবন্ধনের সময় বাড়ানো হলো। হজ নিবন্ধন পোর্টালের তথ্য অনুযায়ী, এখনো নিবন্ধনের বাকি ১১ হাজার ৬০৪ জন। এর মধ্যে সরকারিভাবে ৫ হাজার ১৭৩ আর বেসরকারিভাবে ৬ হাজার ৪৩১ জন। সম্পাদনা: সালেহ্ বিপ্লব