প্রকাশিত: Tue, Jan 10, 2023 3:44 AM
আপডেট: Mon, Jan 26, 2026 3:19 AM

আইজিপি আব্দুল্লাহ আল মামুনের চাকরির মেয়াদ বাড়ল দেড় বছর

সঞ্চয় বিশ্বাস: বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) হিসেবে আবদুল্লাহ আল-মামুনের চুক্তির মেয়াদ আরও দেড় বছর বাড়ল। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তার এই মেয়াদ বাড়ানোর কথা জানানো হয়। তার চাকরির মেয়াদ আগামী ১১ জানুয়ারি শেষ হওয়ার কথা ছিল। চৌধুরী আবদুল্লাহ আল মামুন বিসিএস ৮ম ব্যাচের কর্মকর্তা। বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৯৮৬ ব্যাচের কর্মকর্তা হিসেবে পুলিশের সহকারী সুপারিনটেনডেন্ট (এএসপি) হিসেবে যোগ দেন। গত বছরের মে মাসে তিনি অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পান। এর আগে তিনি ঢাকা রেঞ্জের ডিআইজি ছিলেন। সম্পাদনা: সালেহ্ বিপ্লব