প্রকাশিত: Sat, Jan 14, 2023 1:35 PM
আপডেট: Mon, Jan 26, 2026 4:29 AM

দুই পদোন্নতি, সেনাবাহিনীর ৬ মেজর জেনারেলের রদবদল

আজাহার আলী সরকার: বাংলাদেশ সেনাবাহিনীর চার মেজর জেনারেল পদে রদবদল এবং দুজন ব্রিগেডিয়ার জেনারেলের পদোন্নতি ও নুতন জায়গায় পদায়ন করা হয়েছে। গত বৃহস্পতিবার সেনাবাহিনীর সদর দফতর থেকে এ ব্যাপারে একটি আদেশ জারি করা হয়েছে ।

সূত্রমতে, ঢাকার লজিস্টিক্স এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ জাহিরুল ইসলামকে ঢাকা সেনানিবাসের সেনা সদর দফতরের অর্ডন্যান্সের মাস্টার জেনারেল (এমজিও) হিসেবে বদলী করা হয়েছে।

ঢাকা সেনাবাহিনীর সদর দফতরের ডিজি, ডিজিডিপি (প্রতিরক্ষা ক্রয় অধিদপ্তর) মেজর জেনারেল নজরুল ইসলামকে ঢাকা সেনাবাহিনী সদর দপ্তর (এএইচকিউ) অ্যাডজুটেন্ট জেনারেল (এজি), বাংলাদেশ ওয়্যার গেম সেন্টারের ডাইরেক্টর নতুন পদোন্নতি প্রাপ্ত মেজর জেনারেল মুশফিকুর রহমানকে ঢাকা সেনাবাহিনীর সদর দফতরের নতুন ডিজি, ডিজিডিপি ( প্রতিরক্ষা ক্রয় অধিদপ্তর ), বাংলাদেশ সমরাস্ত্র কারখানা (বিওএফ), গাজীপুরের কমান্ড্যান্ট, মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেনকে জাতীয় প্রতিরক্ষা কলেজ (এনডিসি), মিরপুর সেনানিবাসে সিনিয়র ডিরেক্টরিং স্টাফ (আর্মি), অর্ডিন্যান্স ফ্যাক্টরির ডাইরেক্টর ব্রিগেডিয়ার জেনারেল থেকে পদোন্নতি প্রাপ্ত মেজর জেনারেল মাকসুদুল হককে বাংলাদেশ সমরাস্ত্র কারখানা (বিওএফ), গাজীপুরের কমান্ড্যান্ট এবং জিওসি ৬৬ পদাতিক ডিভিশন ও রংপুর এরিয়া কমান্ডার মেজর জেনারেল ফয়জুর রহমানকে মিরপুর সেনানিবাসে ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের (ডিএসসিএসসি) কমান্ড্যান্ট হিসেবে বদলী করা হয়েছে।

এদিকে এখন পর্যন্ত  ঢাকার লজিস্টিক্স এরিয়া কমান্ডার এবং জিওসি ৬৬ পদাতিক ডিভিশন ও রংপুর এরিয়া কমান্ডারের পদ দুটি শুন্য রয়েছে। সম্পাদনা: সালেহ্ বিপ্লব