প্রকাশিত: Mon, Dec 5, 2022 12:43 PM
আপডেট: Sat, Dec 6, 2025 3:48 PM

দেরি করে চিকিৎসা নেওয়ায় বেশি ডেঙ্গু রোগী মারা গেছে: স্বাস্থ্যমন্ত্রী

শাহীন খন্দকার: জাহিদ মালিক  বলেছেন, চলতি বছরের ৪ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ২৫৭ জন মারা গেছেন। গত বছর অর্থাৎ ২০২১ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ১০৫ জন মারা গেছেন। এবার এত ব্যবস্থা নেওয়ার পরেও মৃত্যুর সংখ্যা দ্বিগুনের বেশি কেন এর ব্যাখ্যা দিতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন,দেরি করে চিকিৎসা নিতে আসার কারণে বেশি ডেঙ্গু রোগী মারা গেছেন। সোমবার সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে নেপাল এবং সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানিয়েছেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, বাংলাদেশে ডেঙ্গু রোগী ও মৃত্যুর হারও বেড়েছিল। আমরা লক্ষ্য করেছি আশপাশের দেশগুলোর মধ্যে থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুরসহ দেশগুলোতে ডেঙ্গু বেড়ে গিয়েছিল। তিনি বলেন, চলতি বছর এখন পর্যন্ত ৫৮ হাজার ৬১৯ ডেঙ্গু রোগী পেয়েছি। তার মধ্যে ৩৭ হাজার ২১৮ জনই ঢাকা সিটি করপোরেশন এলাকায়। সিটি করপোরেশন এলাকায় সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী।  সম্পাদনা: খালিদ আহমেদ