প্রকাশিত: Fri, Jan 27, 2023 2:08 PM
আপডেট: Mon, Jan 26, 2026 7:39 AM

আর একজন রোহিঙ্গাকেও ঢুকতে দেয়া হবে না: পররাষ্ট্রমন্ত্রী

আশরাফ রাজু : শুক্রবার সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন উন্নয়ন কাজ উদ্বোধন শেষে এসব কথা বলেন ড. এ কে আবদুল মোমেন ।

তিনি বলেন,  প্রায় ১২ লাখ রোহিঙ্গা নাগরিকের বোঝায় জর্জরিত বাংলাদেশ আর নতুন করে একজন রোহিঙ্গাকেও ঢুকতে দেবে না। এটি সরকারের নীতিগত সিদ্ধান্ত। তবে সম্প্রতি মিয়ানমারে ঝামেলা হওয়ায় কিছু রোহিঙ্গা দেশে প্রবেশ করেছে। যারা প্রবেশ করছে তাদের ধীরে ধীরে বের করে দেয়া হবে। সম্প্রতি শূন্যরেখা থেকে যে কয়জন রোহিঙ্গা নতুন করে ঢুকেছে তাদেরও বের করে দেওয়া হবে বলেও জানান মন্ত্রী।

সিলেটে আরো এক হাজার শয্যার হাসপাতাল করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী বলেন, সেটির জন্য জায়গা নির্ধারণ নিয়ে আলোচনা হয়েছে। এসময় মন্ত্রী ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জন্য দ্বিতীয় আরেকটি স্থান খুঁজে বের করার জন্য সংশ্লিষ্টদের তাগিদ দেন।

বাংলাদেশের পণ্য নিয়ে নিষেধাজ্ঞায় পড়া রাশিয়ার জাহাজ প্রসঙ্গেও কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। দিনি বলেন, রাশিয়ার জাহাজ দেশে পণ্য খালাস না করে ফিরে যাওয়ায় পণ্য পেতে কিছুটা দেরি হতে পারে। তবে বাকি সব কাজ ঠিকমতো চলবে।

ঢাকা-সিলেট রুটের অভ্যন্তরীণ ফ্লাইটের টিকিট অচিরেই দূর হবে জানিয়ে তিনি বলেন, লন্ডন থেকে আসা প্রবাসীরা টাকা খরচ কম হওয়ার কারণে তারা ঢাকা পর্যন্ত টিকিট কেটে আসেন। এ কারণে এটি নিয়ে সমস্যা হয়েছিল। আমরা আলোচনা করেছি। টিকিট সংকট দূর হয়ে যাবে।

এর আগে পররাষ্ট্রমন্ত্রী সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউ-৩, এনসিডিসি কর্নার ও হৃদয় বঙ্গবন্ধু, হৃদয়ে বাংলাদেশ স্মারকের উদ্বোধন করেন করেন। সম্পাদনা: মুরাদ হাসান