প্রকাশিত: Wed, Dec 7, 2022 4:48 PM
আপডেট: Sat, Dec 6, 2025 3:25 PM

বিএনপিকে সোহরাওয়ার্দী বা খোলা মাঠে সমাবেশ করতে হবে: ডিএমপি কমিশনার

মাসুদ আলম: বুধবার সন্ধ্যায় বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশের নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে জরুরি সংবাদ সম্মেলন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক এ কথা বলেন।

তিনি বলেন, সার্বিক দিক বিবেচনা করে তাদেরকে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি দেওয়া হয়। পরে মিডিয়ার মাধ্যমে জানতে পারি তারা সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে আগ্রহী না। তারা পল্টন বা তার আশেপাশে কোনো রাস্তায় করতে আগ্রহী।

তিনি আরও বলেন, পল্টনে ১০ লাখ লোকের জায়গা হবে না। সর্বোচ্চ এক লাখ লোক পল্টনে দাঁড়াতে পারবে। বাকি ৯ লাখ লোক ঢাকা শহরের বিভিন্ন রাস্তায় ছড়িয়ে পড়বে। যার উপর বিএনপির কোনো নিয়ন্ত্রণ থাকবে না এবং পুলিশেরও কোনো নিয়ন্ত্রণ থাকবে না। এই ১০ লাখ লোক ঢাকার সব রাস্তা দখল করলে ঢাকাবাসীর জন্য একটা চরম দুর্ভোগের বিষয় হবে।

বিএনপি আইন অমান্য করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ার করেন ডিএমপি কমিশনার। সম্পাদনা: সালেহ্ বিপ্লব