প্রকাশিত: Tue, Jan 31, 2023 1:59 PM
আপডেট: Mon, Jan 26, 2026 8:59 AM

বিশ্বে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ ১২তম

মাজহারুল ইসলাম : বিশ্বের দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান এক ধাপ পিছিয়েছে। গত বছর সর্বাধিক দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় ১৩তম অবস্থানে থাকলেও এবার এই তালিকায় বাংলাদেশের অবস্থান ১২তম। মঙ্গলবার সকাল ১১টায় ধানমন্ডির মাইডাস সেন্টারে এক সংবাদ সম্মেলনে দুর্নীতির ধারণাসূচক-২০২২ প্রতিবেদন প্রকাশ করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।


সংবাদ সম্মেলনে দুর্নীতির ধারণাসূচক প্রতিবেদনের বিষয়ে নানা তথ্য-উপাত্ত তুলে ধরেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। তিনি জানান, বাংলাদেশের চলমান দুর্নীতি আরও ঘণীভূত ও গভীরভাবে বিস্তৃত হয়েছে। বিশেষ করে সরকারি ক্রয়ে ব্যাপক দুর্নীতি হয়েছে। করোনা মহামারির সময় কোভিড-১৯ সংক্রান্ত নানা সরঞ্জাম ক্রয় ও বিতরণেও দুর্নীতি হয়েছে। এ সময় তিনি দেশে দুর্নীতি প্রতিরোধে জবাবদিহিতা নেই বলেও মন্তব্য করেন।


ইফতেখারুজ্জামান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করলেও ক্ষমতাসীন দল ও প্রশাসনের নানা ব্যক্তি-প্রতিষ্ঠান দুর্নীতিতে জড়িত। ২০০১-২০০৫ সাল পর্যন্ত দুর্নীতির ধারণা সূচকে বাংলাদেশের অবস্থান ছিল সর্বনিম্ন। এরপর পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও ২০১৭ থেকে স্থবির অবস্থায় আছে। সর্বোপরি বিষয়টি হতাশাব্যাঞ্জক। সম্পাদনা: খালিদ আহমেদ