প্রকাশিত: Mon, Feb 6, 2023 12:35 PM
আপডেট: Mon, Jan 26, 2026 10:12 AM

তিন ফসলী জমিতে কোনো উন্নয়ন প্রকল্প বা স্থাপনা তৈরি করা যাবে না: প্রধানমন্ত্রী

সালেহ্ বিপ্লব: তিন ফসলী জমিতে সরকারি কিংবা বেসরকারি কোনো ধরনের উন্নয়ন প্রকল্প কিংবা স্থাপনা তৈরি না করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ নির্দেশনা দেন তিনি। বৈঠক শেষে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে সাংবাদিকদের এ বিষয়ে ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশেষ নির্দেশনা দিয়ে বলেন, এখন থেকে কোনো তিন ফসলী জমি নষ্ট করা যাবে না। সেখানে কোনো ধরনের উন্নয়ন প্রকল্প কিংবা স্থাপনা তৈরি করা যাবে না।

সচিব বলেন, প্রধানমন্ত্রী বৈঠকে বলেছেন, একটা বিষয় লক্ষ্য করা যাচ্ছে যে, তিন ফসলী জমিতে বিভিন্ন উন্নয়ন প্রকল্প বা স্থাপনা তৈরির জন্য বিভিন্ন মন্ত্রণালয় থেকে আবেদন পাওয়া যাচ্ছে। বিশেষ করে সৌর প্যানেল থেকে শুরু করে ভবন তৈরির প্রস্তাব বিভিন্ন মন্ত্রণালয় দিয়েছে। কিন্তু প্রধানমন্ত্রী সুস্পষ্টভাবে নির্দেশনা দিয়েছেন যে তিন ফসলি জমিতে যেন কোনো প্রকল্প তৈরি না করা হয়। এটি সংরক্ষণ করতে হবে। 

এখন থেকে নিয়মিতভাবে মনিটরিং করা হবে বিষয়টি। এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে বিভিন্ন মন্ত্রণালয় এবং বিভাগে চিঠি দেওয়া হবে। সম্পাদনা: খালিদ আহমেদ