প্রকাশিত: Mon, Feb 6, 2023 12:37 PM
আপডেট: Mon, Jan 26, 2026 10:11 AM

ফুলের রাজধানী যশোরের গদখালী-পানিসারা

ফেব্রুয়ারিতে শত কোটি টাকার ফুল বিক্রির লক্ষ্যমাত্রা

এম এ আর মশিউর: অপরূপ সাজে সেজেছে ফুলের রাজধানী খ্যাত যশোরের গদখালি-পানিসারা। গোটা এলাকার বিস্তীর্ণ মাঠজুড়ে এখন  দোল খাচ্ছে জারবেরা, গোলাপ, গ্লাডিওলাস, রজনীগন্ধা, হলুদ গাঁদা ও চন্দ্রমল্লিকাসহ হরেক রকমের ফুল। 

গদখালী ঘুরে দেখা যায়, প্রতিটি গোলাপ ৫-৭ টাকা, গ্লাডিওলাস ১২ থেকে ১৫ টাকা, জারবেরা ৮ থেকে ১০ টাকা, রজনীগন্ধা ৫ থেকে ৮ টাকা, একশ চন্দ্রমল্লিকা ১৫০ থেকে ২০০ টাকা এবং এক হাজার গাঁদা ফুল ১শ  থেকে ১২৫ টাকায় বিক্রি হচ্ছে।

ব্যবসায়ীরা জানান, পহেলা বসন্ত, ১৪ই ফেব্রুয়ারি ও ২১ শে ফেব্রুয়ারি উপলক্ষে বেশি চাহিদা থাকে জারবেরা, গোলাপ, গ্লাডিওলাস, রজনীগন্ধা, হলুদ গাঁদা ও চন্দ্রমল্লিকার।  এমাসে  চাষিরা শত কোটি টাকার ফুল বিক্রি করতে পারবেন বলে জানান বাংলাদেশ ফ্লাওয়ার সোসাইটির কেন্দ্রীয় সাবেক সভাপতি আব্দুর রহিম।

পানিসারা গ্রামের ফুল চাষি ইসমাইল হোসেন বলেন, বর্তমানে ফুলের বাজার বেশ ভালো যাচ্ছে। 

ঝিকরগাছা উপজেলার গদখালী এলাকার কৃষক সালাম  বলেন, দুই বিঘা জমিতে গোলাপ ও ১৫ কাঠা জমিতে জারবেরা ফুলের আবাদ করেছি। কিছুদিন পরই বাজার ভাল পাওয়ার আশা করছি। 

যশোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মঞ্জুরুল হক জানিয়েছেন, যশোরের গদখালিতে সাড়ে ৬ হাজার হেক্টর জমিতে ১১ ধরনের ফুলের চাষ হয়েছে। সম্পাদনা: মুরাদ হাসান