প্রকাশিত: Mon, Feb 6, 2023 12:41 PM
আপডেট: Mon, Jan 26, 2026 10:11 AM

গুগলে চাকরি পেলেন নরসিংদীর সাজ্জাদ হোসেন

সানজিদা রুমা, বাইজিদ আহাম্মেদ  : তিনি পিএইচডি শেষ করার আগেই নিয়োগ পেলেন বিশ্বের সবচেয়ে বড় সার্চ ইঞ্জিন এবং প্রযুক্তি বিষয়ক প্রতিষ্ঠানটিদে। এ প্রতিষ্ঠানের দক্ষিণ কোরিয়ার অফিসে সার্ভার সিকিউরিটি অফিসার হিসেবে নিয়োগ  পেয়েছেন তিনি। ৩ ফেব্রুয়ারি স্থায়ী নিয়োগপত্র হাতে পেলেও সে গুগুলে অস্থায়ীভাবে কাজ শুরু করেন ২ জানুয়ারি থেকে।

সাজ্জাদ হোসেন সাওনের বাড়ি নরসিংদী জেলার পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নের কাজৈর গ্রামে। তার বাবা মাওলানা মো. ওসমান গনি ঘোড়াশাল পাইলট উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক। মা শেফালি বেগম গৃহিণী। 

গুগলে চাকরি  পেয়ে সাজ্জাদ হোসেন সাওন বলেন, দীর্ঘদিনের স্বপ্ন ছিলো গুগল, মাইক্রোসফট, অ্যামাজানের মতো বড় বড় প্রতিষ্ঠানে চাকরি করবো। সেই স্বপ্ন আজ পূরণ হয়েছে।

সাজ্জাদ হোসেন স্কুল জীবন থেকেই খুব মেধাবী ছাত্র ছিলেন। ঘোড়াশাল পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, নরসিংদী মডেল কলেজ থেকে এইচএসসি, বিজিএমইএ ইউনিভার্সিটি অফ এন্ড টেকনোলজি  থেকে গ্রাজুয়েশন ২ বছর শেষ করে ক্রেডিট ট্রান্সফার করে দক্ষিণ কোরিয়ার একটি বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন ও এমবিএ সম্পন্ন করেন। বর্তমানে তিনি একই বিশ্ববিদ্যালয়ে পাবলিক এডমিনিস্ট্রেশনে পিএইচডি  করছেন। সম্পাদনা : মুরাদ হাসান