প্রকাশিত: Wed, Feb 8, 2023 2:22 PM
আপডেট: Mon, Jan 26, 2026 10:30 AM

গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়াবেন না: রওশন এরশাদ

মনিরুল ইসলাম: দুর্নীতি, সন্ত্রাস, মাদক ও জঙ্গিবাদ নির্মুলের মাধ্যমে শোষণ মুক্ত সমাজ প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ। তিনি বলেছেন, দুনীতি দেশের অন্যতম বড় সমস্যা। এর বিরুদ্ধে সর্বাত্মক লড়াই জরুরি। সন্ত্রাস ও সহিংসতা দেশে একটা বড় ব্যাধি। এগুলো দুর করতে দলমত নির্বিশেষে সকলকে সংগ্রামে সামিল হতে হবে।

বুধবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষনের ওপর আনীত ধন্যবাদ সম্পর্কে আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। অসুস্থতার কারণে তিনি আসনে বসেই বক্তব্য রাখেন।

তিনি বলেন, সাম্প্রতিক কালে বিদ্যুৎ পরিস্থিতি খারাপ হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। সব মহলের আপত্তির পরও সরকার বিদ্যুতের দাম বাড়ালে সব কিছুর খরচ বাড়বে। ফলে আরেক দফা বাড়বে দ্রব্যমুল্য। ক্ষতিগ্রস্ত হবে রফতানি খাত। গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম অপরিবর্তিত রাখার দাবি জানান তিনি। সম্পাদনা: সালেহ্ বিপ্লব