প্রকাশিত: Fri, Feb 10, 2023 2:35 PM
আপডেট: Mon, Jan 26, 2026 11:34 AM

ডিসেম্বরেই জাতীয় সংসদ নির্বাচন: ওবায়দুল কাদের

মাজহারুল ইসলাম: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ডিসেম্বরেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সে অনুযায়ী নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ।

শুক্রবার রাজধানীর ২৩ বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর সভাপতি-সাধারণ সম্পাদকের এক যৌথসভায় এ কথা বলেন তিনি। তিনি আরো বলেন, আমরা বিএনপিকে রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে ভাবলেও তারা আমাদেরকে বরাবরই শত্রুপক্ষ মনে করে। 

ওবায়দুল কাদের বলেন, আন্দোলনে ব্যর্থ হয়ে সরকার হটানোর জন্য ষড়যন্ত্রের পথে হাঁটছে বিএনপি। এমন অবস্থায় রাজনীতি থেকে বিরত থাকার উপায় নেই। তারা (বিএনপি) এক বছর ধরে প্রকাশ্যে মাঠে আসছে। বিশেষ করে ডিসেম্বর থেকে তারা অনেক বড় বড় কথা বলেছেন। আমরা সন্ত্রাসের আশঙ্কায় শান্তি সমাবেশ করছি। যতক্ষণ বিএনপি আন্দোলন করবে, আমরা শান্তি সমাবেশ করব। আমরা কোনো কর্মসূচি দিলে বিএনপি বলছে পাল্টাপাল্টি। আমরা তো পাল্টাপাল্টি কর্মসূচি করছি না। 

এ সময় আগামী ১১ মার্চ ময়মনসিংহে ও ১৮ মার্চ বরিশালে মহাসমাবেশ করার ঘোষণা দেন ওবায়দুল কাদের। এ ছাড়া প্রতি ইউনিয়নে দলীয় সমাবেশের ঘোষণাও দেন। সম্পাদনা: সালেহ্ বিপ্লব