প্রকাশিত: Tue, Feb 14, 2023 3:01 PM
আপডেট: Mon, Jan 26, 2026 11:52 AM

নিপাহ ভাইরাসে ঢামেক হাসপাতালে ১ তরুণের মৃত্যু

শাহীন খন্দকার: তার নাম শাহ আলম (২০), বাড়ি নরসিংদী জেলায়। শাহেদ (৩৯) নামে আরেকজন চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছেন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল নাজমুল হক। তিনি বলেন, গত শুক্রবার জ্বর নিয়ে শাহ আলম হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ১৩ ফেব্রুয়ারি পরীক্ষা করার পর রিপোর্টে জানা যায় তিনি নিপাহ ভাইরাসে আক্রান্ত। চিকিৎসাধীন অবস্থায়  সোমবার রাত ৮টা ৪৭ মিনিটে তার মৃত্যু হয়। মৃত শাহ আলম নরসিংদীর শিবপুর কারারচর গ্রামের জালাল মিয়ার ছেলে। অপরদিকে, শনির আখড়ার বাসিন্দা মো. শাহেদ (৩৯) নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে বেশ কিছুদিন ধরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন। তার অবস্থা অনেকটা ভালোর দিকে। পরিচালক আরো জানান, এপর্যন্ত নিপাহ ভাইরাস রোগে আক্রান্ত হয়ে চারজন ঢামেক হাসপাতালে ভর্তি হন। তাদের মধ্যে দুইজনকে ডিএনসিসি হাসপাতালে রেফার করা হয়েছে। এপর্যন্ত ঢামেকে  নিপাহ ভাইরাসে আক্রন্ত শাহ আলমসহ দুজনের মৃত্যু হয়েছে। সম্পাদনা: সালেহ্ বিপ্লব