প্রকাশিত: Wed, Feb 15, 2023 2:15 PM
আপডেট: Mon, Jan 26, 2026 1:14 PM

রাষ্ট্রপতি নিযুক্ত নন নির্বাচিত: সিইসি

এম এম লিংকন: নবনির্বাচিত রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন নিয়োগ পাননি, নির্বাচিত হয়েছেন। এ কথা উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেন, এই নির্বাচন নিয়ে বিতর্ক অনাকাক্সিক্ষত ও অনাবশ্যক। নির্বাচন কমিশনের প্রচলিত প্রথা অনুসারে আমরা নির্বাচিত করেছি উনাকে। বুধবার রাজধানীর নির্বাচন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

একজন প্রার্থী থাকায় সোমবার রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সাহাবুদ্দিন। একই দিনে মোহাম্মদ সাহবুদ্দিনকে রাষ্ট্রপতি নির্বাচিত করে প্রজ্ঞাপনও জারি করেছেন নির্বাচন কমিশন। নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন বর্তমান রাষ্ট্রপতি আবদুল হামিদ। আবদুল হামিদের মেয়াদ শেষ হবে ২৩ ফেব্রুয়ারি। এরপর শপথ গ্রহণের পর নবনির্বাচিত রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন দায়িত্ব গ্রহণ করবেন।  

কাজী হাবিবুল আউয়াল বলেন, দুর্নীতি দমন কমিশন আইনে বলা হয়েছে, একজন কমিশনার তার মেয়াদ শেষে প্রজাতন্ত্রের চাকরিতে কোনো লাভজনক পদে অধিষ্ঠিত হওয়ার জন্য নিয়োগ পাবেন না। তবে, নিয়োগ পাওয়া এবং নির্বাচিত হওয়ার মধ্যে পার্থক্য রয়েছে। এ পার্থক্য না বুঝে অনেকে বলতে চেয়েছেন, রাষ্ট্রপতির পদটি একটি লাভজনক পদ। কিন্তু রাষ্ট্রপতিকে কেউ নিয়োগ দান করেন না। উনি নির্বাচিত হন। নির্বাচন কমিশন প্রচলিত প্রথা অনুসারে রাষ্ট্রপতি পদে নির্বাচন করেছে। মনোনয়নপত্র যাচাই-বাছাইকালে সংবিধান, প্রাসঙ্গিক আইন ও বিধিমালা পর্যালোচনা করে দেখা গেছে, মোহাম্মদ সাহাবুদ্দিনের রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হতে কোনো বাধা নেই। সম্পাদনা: সালেহ্ বিপ্লব