প্রকাশিত: Thu, Feb 16, 2023 4:01 PM
আপডেট: Mon, Jan 26, 2026 1:14 PM

৩ শিক্ষার্থীর মরদেহ আনার প্রক্রিয়া চলছে

অবস্থার উন্নতি হলেও শঙ্কামুক্ত নন কুমার বিশ্বজিতের ছেলে নিবিড়

জেরিন আহমেদ: কানাডায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে টরন্টোর সেন্ট মাইকেল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন কুমার বিশ্বজিতের ছেলে নিবিড় কুমার। ইতোমধ্যে তার দুটি অস্ত্রোপচার করা হয়েছে। তার বাবা-মা সংগীতশিল্পী কুমার বিশ্বজিৎ ও মা নাঈমা সুলতানা বর্তমানে সেখানেই আছেন। ছেলের অবস্থা সম্পর্কে তথ্য দিয়েছেন কুমার বিশ্বজিৎ। দেশের সংগীতাঙ্গনের একাধিক ব্যক্তিকে তিনি বার্তা পাঠিয়ে জানিয়েছেন, নিবিড়ের অবস্থার উন্নতি হয়েছে।

সংগীতশিল্পী কিশোর দাস জানান, তার সঙ্গেও কথা হয়েছে কুমার বিশ্বজিতের। তিনি বলেন, নিবিড়ের অবস্থা উন্নতির দিকে। মহান সৃষ্টিকর্তার অশেষ দয়ায় নিবিড় গতকালকের চেয়ে এই মুহূর্তে ভালো আছে। নিবিড়ের কাকা অভিজিৎ দা ও ওর বাবা কুমার বিশ্বজিৎ স্যারের সঙ্গে কথা হলো। আগামী ৬ ঘণ্টার ভেতর নিবিড়ের সার্জারি হবে।

এই দুর্ঘটনায় নিহত বাংলাদেশি শিক্ষার্থী শাহরিয়ার খান, অ্যাঞ্জেলা বারৈ ও আরিয়ান দীপ্তর মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে। বৃহস্পতিবার নিহত শাহরিয়ার খানের বাবা শরীফ খান বলেন, মরদেহ দেশে আনার জন্য প্রয়োজনীয় সব কাগজপত্র প্রস্তুতের প্রক্রিয়া প্রায় সম্পন্ন। বিমানের একটি ফ্লাইটে আগামী রোববার তাদের মরদেহ দেশে আনার সম্ভাবনা আছে।

কানাডাপ্রবাসী সাংবাদিক শওগাত আলী সাগর ফেসবুকে বলেন, অ্যাঞ্জেলা বারৈয়ের বাবা তার মরদেহ নিতে আসছেন কানাডায়। স্থানীয় পুলিশ ছাড়পত্র দিয়ে দিয়েছে। টরন্টোর বাংলাদেশ কনসাল অফিস ডেথ সার্টিফিকেট দিয়ে দেওয়ার পর মরদেহ বাংলাদেশে নিয়ে যাওয়া হবে। রোববার তার মরদেহ নেওয়া হতে পারে বাংলাদেশে। সম্পাদনা: সালেহ্ বিপ্লব