প্রকাশিত: Tue, Feb 21, 2023 2:22 PM আপডেট: Mon, Jan 26, 2026 2:35 PM
ভাষার মাসে হিন্দি সিনেমা আমদানির অপচেষ্টার ধিক্কার জানাই: নুর
জেরিন আহমেদ: গণঅধিকার পরিষদের সদস্য সচিব ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর এ কথা বলেন। তিনি বলেন, স্বাধীনভাবে নিজের ভাব প্রকাশের জন্য, কথা বলা এবং লেখার জন্য এবং বাংলাকে রাষ্ট্রভাষা করার জন্য ভাষা আন্দোলনের কর্মীরা আন্দোলন করেছে। কিন্তু আজকে ডিজিটাল নিরাপত্তা আইনের মতো নিপীড়নমূলক আইনের কারণে মানুষের লেখা এবং স্বাধীনভাবে কথা বলার অধিকার অনেকাংশে খর্ব করা হয়েছে। এটি ভাষা শহীদ এবং মাতৃভাষার প্রতি চরম বৈষম্য এবং নিপীড়নমূলক ব্যবস্থা।
মঙ্গলবার গণঅধিকার পরিষদের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অপর্ণ করে সাংবাদিকদের কাছে এ কথা বলেনি তিনি।
নুর আরও বলেন, ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা একটা স্বাধীন সার্বভৌম ভূখণ্ড পেয়েছি। শহীদদের প্রেরণা ছিল একটা গণতান্ত্রিক বৈষম্যহীন সমাজব্যবস্থা গড়ে তোলা; যেখানে দেশের নাগরি মর্যদার সঙ্গে বাস করবে আর বাক ও ব্যক্তি স্বাধীনতা ভোগ করবে। কিন্তু আজ উদ্বেগ নিয়ে বলতে হচ্ছে, নিজ দেশেই আমাদের বাকস্বাধীনতা হুমকির মুখে।
গণতান্ত্রিক অধিকার আমাদের কেড়ে নেয়া হচ্ছে। গনতান্ত্রিক অধিকার হিসেবে আমাদের মিছিল মিটিং করতে গেলে আমাদের পুলিশের অনুমতি নিতে হয়। সরকারি দলের নেতাকর্মীদের হামলার স্বীকার হতে হয়। এটা ভাষা আন্দোলন আর গণতন্ত্রের সম্পূর্ণ পরিপন্থী। সম্পাদনা: এল আর বাদল
আরও সংবাদ
[১]সরকার ধৈর্য্য ধরলেও সন্ত্রাসীরা দেশের অনেক জায়গায় তাণ্ডব চালিয়েছে: তথ্য প্রতিমন্ত্রী
[১]রাজধানীর মোড়ে মোড়ে আওয়ামী লীগের জমায়েত
[১]আন্দোলনকারীরা লাঠিসোঁটা নিয়ে এনায়েতপুর থানায় হামলা চালায় [২]সারাদেশে পুলিশের অনেক স্থাপনা আক্রান্ত
[১]সুশাসন নিশ্চিতে রাষ্ট্রকাঠামো ঢেলে সাজানোসহ ১১ দফা দাবি টিআইবি’র
[১]ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্ট
[১]রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসসহ নৈরাজ্যকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান: ইকবাল সোবহান চৌধুরী
[১]সরকার ধৈর্য্য ধরলেও সন্ত্রাসীরা দেশের অনেক জায়গায় তাণ্ডব চালিয়েছে: তথ্য প্রতিমন্ত্রী
[১]রাজধানীর মোড়ে মোড়ে আওয়ামী লীগের জমায়েত
[১]আন্দোলনকারীরা লাঠিসোঁটা নিয়ে এনায়েতপুর থানায় হামলা চালায় [২]সারাদেশে পুলিশের অনেক স্থাপনা আক্রান্ত
[১]সুশাসন নিশ্চিতে রাষ্ট্রকাঠামো ঢেলে সাজানোসহ ১১ দফা দাবি টিআইবি’র
[১]ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্ট