প্রকাশিত: Wed, Feb 22, 2023 3:13 PM আপডেট: Mon, Jan 26, 2026 2:53 PM
বিদেশিদের দালালি করে ক্ষমতায় যাওয়ার সুযোগ আর নেই: প্রধানমন্ত্রী
সালেহ্ বিপ্লব: প্রধানমন্ত্রী শেখ হাসিনা সামরিক শাসকদের দ্বারা অবৈধভাবে তৈরি রাজনৈতিক দলগুলোকে বয়কট করতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে এসব দলের অপতৎপরতার বিরুদ্ধে সতর্ক থাকারও আহ্বান জানান তিনি। শেখ হাসিনা মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বুধবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় সভাপতির ভাষণ দিচ্ছিলেন। বিটিভি, বাসস
শেখ হাসিনা বলেন, অবস্থাদৃষ্টে মনে হচ্ছে; বাইরে থেকে কেউ এসে বিএনপিকে দোলনায় করে ক্ষমতায় বসিয়ে দেবে। বিএনপিও এমন স¦প্ন দেখছে। একটা সময় ছিলো, বিদেশিদের দালালি করে এমনটা সম্ভব ছিলো। কিন্তু এখন আর সে সুযোগ নেই। মানুষ এখন অনেক সচেতন। তারা এখন এই দেশ, দেশের ইতিহাস এবং আওয়ামী লীগ সরকারের লক্ষ্য-উদ্দেশ্য সম্পর্কে জানেন।
শেখ হাসিনা বলেন, আমরা বাংলাদেশের উন্নয়নের দিকেই নজর দিয়েছি। বিএনপি আমাদের সঙ্গে যা করেছে, তার কিছুই তাদের সঙ্গে করতে যাইনি। তারপরেও দেখি দেশে বিদেশে গিয়ে হাহাকার করে বেড়ায়, কেঁদে বেড়ায়।
প্রধানমন্ত্রী বলেন, এখন তারা আন্দোলন করবে, সরকার উৎখাত করবে- এমন অনেক কথাই বলে যাচ্ছে। অনেক আয়োজনও করেছে। আর আমাদের দেশে কিছু মানুষ থাকে তারা ‘অসময়ে নীরব এবং সময়ে সরব’ হয়ে ওঠে। তিনি বলেন, ১০ ডিসেম্বর নিয়ে বিএনপি অনেক হম্বিতম্বি করেছে, মিটিং মিছিল করেছে। কিন্তু সরকার তাতে বাধা দেয়নি। কিন্তু বিএনপি যখন ক্ষমতায় ছিল আওয়ামী লীগ তখন একটা মিছিল, মিটিংও করতে পারতো না, সবজায়গায় বাধা এবং নেতা-কর্মীদের ওপর অত্যাচার নির্যাতন করা হয়েছে। তারপরও আওয়ামী লীগ কোন ধরনের প্রতিশোধ নিতে যায়নি।
তিনি বলেন, বিএনপি-জামায়াতের এই অগ্নি সন্ত্রাস মানুষ কীভাবে ভুলবে? এ ধরনের দৃষ্টান্ত কেবল বিএনপিই দেখাতে পারে এবং তারা সেটা দেখিয়েছে। একবারও দেশের মানুষের কথা ভেবে দেখেনি।
অগ্নিসন্ত্রাসীদের সম্পর্কে দেশের মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে আওয়ামী লীগ সভাপতি বলেন, আমি আওয়ামী লীগসহ সকল সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের বলবো ওদের অপকর্মের কথাগুলো মানুষের কাছে তুলে ধরতে হবে।
আলোচনা সভায় প্রারম্ভিক বক্তৃতা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। সম্পাদনা: এল আর বাদল
আরও সংবাদ
[১]সরকার ধৈর্য্য ধরলেও সন্ত্রাসীরা দেশের অনেক জায়গায় তাণ্ডব চালিয়েছে: তথ্য প্রতিমন্ত্রী
[১]রাজধানীর মোড়ে মোড়ে আওয়ামী লীগের জমায়েত
[১]আন্দোলনকারীরা লাঠিসোঁটা নিয়ে এনায়েতপুর থানায় হামলা চালায় [২]সারাদেশে পুলিশের অনেক স্থাপনা আক্রান্ত
[১]সুশাসন নিশ্চিতে রাষ্ট্রকাঠামো ঢেলে সাজানোসহ ১১ দফা দাবি টিআইবি’র
[১]ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্ট
[১]রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসসহ নৈরাজ্যকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান: ইকবাল সোবহান চৌধুরী
[১]সরকার ধৈর্য্য ধরলেও সন্ত্রাসীরা দেশের অনেক জায়গায় তাণ্ডব চালিয়েছে: তথ্য প্রতিমন্ত্রী
[১]রাজধানীর মোড়ে মোড়ে আওয়ামী লীগের জমায়েত
[১]আন্দোলনকারীরা লাঠিসোঁটা নিয়ে এনায়েতপুর থানায় হামলা চালায় [২]সারাদেশে পুলিশের অনেক স্থাপনা আক্রান্ত
[১]সুশাসন নিশ্চিতে রাষ্ট্রকাঠামো ঢেলে সাজানোসহ ১১ দফা দাবি টিআইবি’র
[১]ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্ট