প্রকাশিত: Thu, Feb 23, 2023 3:43 PM
আপডেট: Mon, Jan 26, 2026 4:10 PM

নির্বাচন নিয়ে আন্তর্জাতিক কোনো চাপ নেই: আইনমন্ত্রী

কূটনৈতিক প্রতিবেদক: আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, জনগণের কাছে যে দায়বদ্ধতা আছে সে দায়বদ্ধতা থেকে সংবিধান অনুযায়ীই আমরা একটা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে চাই। নির্বাচন প্রক্রিয়ায় সংবিধানের এক চুলও বাইরেও আমরা যাবো না। বৃহস্পতিবার বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) মিলনায়তনে আয়োজিত এক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, আমাদের প্রতি জনগণের ম্যান্ডেট আছে বলেই আমরা সরকার চালাচ্ছি। মানুষ যদি ম্যান্ডেট না দিত তাহলে আমরা ২০১৪ সালে এবং পরে ২০১৮ সালে আমরা সরকার চালাতে পারতাম না। আওয়ামী লীগ চায় নির্বাচনে সবাই আসুক, কিন্তু কে আসবে কে আসবে না এটা তাদের দলীয় সিদ্ধান্ত।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনীতি করার বিষয়ে কোনো আইনি বাধা নেই উল্লেখ করে তিনি বলেন, তবে তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন না। বাস্তব অবস্থা হচ্ছে তার ভাই যে আবেদনটা করেছেন, সে আবেদনের মধ্যে বলা আছে তিনি গুরুতর অসুস্থ। এটা মনে রাখতে হবে যে, প্রধানমন্ত্রী মানবিক কারণে তার সাজা স্থগিত রেখে মুক্তি দিয়েছেন। এটা হচ্ছে বাস্তবতা।

সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের ন্যায়বিচারের লক্ষ্যে আন্তর্জাতিক আদালতে মামলা চলছে। রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক আদালতে জবাবদিহি নিশ্চিত করতে চায় বাংলাদেশ। বাংলাদেশ কোনোভাবেই দায়মুক্তি দিতে চায় না। সম্পাদনা: সালেহ্ বিপ্লব